গত আগস্ট মাসে চীনের একাধিক বন্যার ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভিন্ন নয়টি ছবি ব্যবহার করে হয়েছে।
ছবিগুলো ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ইত্তেফাক, ইত্তেফাক (২), বণিক বার্তা, নিউজ২৪, জনকণ্ঠ, বৈশাখী অনলাইন, ঢাকা পোস্ট, দৈনিক ইনকিলাব, এটিএন বাংলা, বাংলাদেশ জার্নাল, জুম বাংলা, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ডেইলি সান, বিজনেস ইনসাইডার, বাংলাদেশ পোস্ট, সময়ের আলো, সোনালী নিউজ, সাম্প্রতিক দেশকাল, জয় যুগান্তর।
একই ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো চীনের সাম্প্রতিক বন্যার ঘটনার নয় বরং পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে চীনের সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবি যাচাই ১
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ইত্তেফাক, নিউজ২৪, দৈনিক ইনকিলাব, এটিএন বাংলা, সোনালী নিউজ, সাম্প্রতিক দেশকাল এবং জয় যুগান্তর।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters এর ওয়েবসাইটে ২০২১ সালের ২২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই চীনের হেনান প্রদেশের ঝেংঝোতে ভারী বৃষ্টিপাতে বাসিন্দাদের দড়ি দিয়ে প্লাবিত রাস্তা পার হওয়ার সময় তোলা হয় ছবিটি।
অর্থাৎ, ছবিটি দুই বছর আগের তোলা।
ছবি যাচাই ২
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ইত্তেফাক।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে রয়টার্স এর ওয়েবসাইটে ২০২১ সালের ২২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২১ সালের ২১ জুলাই চীনের হেনান প্রদেশের ঝেংঝুতে ভারী বৃষ্টিপাতের পর প্লাবিত রাস্তার দৃশ্য এটি।
অর্থাৎ, এই ছবিটিও দুই বছর আগের।
ছবি যাচাই ৩
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বণিক বার্তা।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে রয়টার্স এর ওয়েবসাইটে “What are China’s ‘sponge cities’ and why aren’t they stopping floods?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২০ সালের জুলাই মাসে চীনের জিয়াংসি প্রদেশের পোয়াং কাউন্টিতে ভারী বৃষ্টিপাতের কারণে ভবন এবং কৃষিজমি আংশিকভাবে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য এটি।
অর্থাৎ, ছবিটিও তিন বছর আগের।
ছবি যাচাই ৪
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা পোস্ট এবং বৈশাখী অনলাইন।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র ওয়েবসাইটে ২০২২ সালের ৯ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২২ সালের ৪ জুন চীনের হুনান প্রদেশের ফেং হুয়াং শহরের প্রাচীন শহর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ার দৃশ্য এটি।
অর্থাৎ, ছবিটি এক বছরেরও বেশি সময় পূর্বের।
ছবি যাচাই ৫
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম The Times Of India এর ওয়েবসাইটে “At least 792 people reported dead, missing in China due to natural calamities this year” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটি The Times Of India এর ওয়েবসাইটে ২০২১ সালের ১১ অক্টোবর প্রকাশ করা হয়।
অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং পুরোনো।
ছবি যাচাই ৬
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ জার্নাল।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ ২০২১ সালের ২১ জুলাই “Inside the flooded China subway, where water trapped commuters and killed 12” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২১ সালের ২১ জুলাই চীনের মধ্য হেনান প্রদেশের ঝেংঝু শহরে ভারী বৃষ্টিপাতের পর বন্যার পানিতে গাড়ি ভেসে থাকার দৃশ্য এটি।
অর্থাৎ, ছবিটি অন্তত দুই বছরের পুরোনো।
ছবি যাচাই ৭
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে জুম বাংলা।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা AP এর ওয়েবসাইটে “South China floods force tens of thousands to evacuate” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২২ সালের ২১ জুন মধ্য চীনের জিয়াংসি প্রদেশের শাংগ্রাওতে প্লাবিত রেলপথের দৃশ্য এটি।
অর্থাৎ, এই ছবিটিও সাম্প্রতিক সময়ে হওয়া বন্যার নয়।
ছবি যাচাই ৮
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ডেইলি সান, বাংলাদেশ পোস্ট এবং বিজনেস ইনসাইডার।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে কাতার ভিত্তিক গণমাধ্যম Al Jazeera এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
Al Jazeera এর ওয়েবসাইটে ছবিটি ২০২১ সালেের ২১ জুলাই প্রকাশিত হয় এবং ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, চীনের হেনান প্রদেশের ঝেংঝুতে প্রবল বৃষ্টিপাতের মধ্যে মানুষ বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য এটি৷
অর্থাৎ, এই ছবিটিও পুরোনো।
ছবি যাচাই ৯
এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে সময়ের আলো।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে মালয়েশিয়া ভিত্তিক গণমাধ্যম The Star এ “Further extreme weather predicted across China amid early flood season” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল চীনের পূর্ব ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে ভারী বৃষ্টিপাতের পর বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকারীরা। সেই সময়কার দৃষ্টি এটি।
অর্থাৎ, ছবিটি সম্প্রতি আগস্টে মাসের কোনো বন্যা ঘটনার নয় বরং ছবিটি গত এপ্রিল মাসের বন্যার ঘটনার।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ছবি শীর্ষক কোনো তথ্য উল্লেখ করা হয়নি বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত এবং বিদেশি গণমাধ্যমের নাম উল্লেখ করা হয়েছে। আবার কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ কিংবা কোনো তথ্য উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই ছবিগুলো চীনের সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়।
মূলত, গত আগস্ট মাসে চীনে কয়েকটি বন্যার ঘটনায় দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে চীনের ঘটনার দাবিতে নয়টি ছবি ব্যবহার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো উক্ত ঘটনার নয়। ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে চীনের সাম্প্রতিক বন্যার ঘটনার খবরে ব্যবহার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো চীনের সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সুতরাং, চীনের সাম্প্রতিক কয়েকটি বন্যার ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একাধিক পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Reuters- At least 25 dead as rains deluge central China’s Henan province
- Reuters- At least 25 dead as rains deluge central China’s Henan province
- Reuters- What are China’s ‘sponge cities’ and why aren’t they stopping floods?
- AP- Flooding, landslides in China leave 17 dead, 4 missing
- The Times Of India- At least 792 people reported dead, missing in China due to natural calamities this year
- The Washington Post- Inside the flooded China subway, where water trapped commuters and killed 12
- AP- South China floods force tens of thousands to evacuate
- Al jazeera- Deadly floods hit central China after torrential rainfall
- The Star- Further extreme weather predicted across China amid early flood season
- Rumor Scanner’s Own Analysis