ইসরায়েলকে সমর্থন করে ম্যাকডোনাল্ডস এই গ্রাহক বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি

সম্প্রতি, মার্কিন ফাস্টফুড প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস ইসরায়েল-ফিলিস্তিন সংকটে ইসরায়েলকে সমর্থন জানিয়ে একটি গ্রাহক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দাবিতে ইন্টারনেটে একটি গ্রাহক বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে।

উক্ত গ্রাহক বিজ্ঞপ্তিতে যা দাবি করা হয়েছে, “গাজায় গণহত্যায় এ পর্যন্ত ৩০,০০০ বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) অভিনন্দন!

আমরা বলতে গর্ববোধ করি যে ম্যাকডোনাল্ডস ইসরায়েলি সামরিক বাহিনীকে বিনামূল্যে খাবার সরবরাহ করে, বিশেষ করে যখন গাজাবাসীর বাকি অংশ ক্ষুধার্ত থাকে।

আমরা শুধুমাত্র এড়িয়ে চলি। আপনাদের ধন্যবাদ।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত গ্রাহক বিজ্ঞপ্তিটি ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ দেয়নি বরং স্কটল্যান্ডের প্রো-প্যালেস্টাইন অ্যাক্টিভিস্টরা প্রতিবাদস্বরূপ এই গ্রাহক বিজ্ঞপ্তিটি বানিয়েছে।

এই বিষয়ে সত্যতা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে palestine.solidarity নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৪ মার্চ প্রকাশিত একটি পোস্টে একই ধরনের গ্রাহক বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়।

পরদিন ২৫ মার্চ Art Workers for Palestine Scotland নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত একটি পোস্টে আলোচিত গ্রাহক বিজ্ঞপ্তিসহ আরও একাধিক যুব যুক্ত খুঁজে পাওয়া যায়।

Screenshot: Instagram

উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, Art Workers for Palestine Scotland একটি প্রো-প্যালেস্টাইন গ্রুপ যারা চিত্র শিল্পের মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বর্বরতা তুলে ধরে। 

ইনস্টাগ্রাম পোস্টটি থেকে জানা যায়, এই গ্রাহক ছবি ম্যাকডোনাল্ডস’র স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ব্রাঞ্চ থেকে তোলা। গ্রাহক বিজ্ঞপ্তিটির ছবি প্রকাশ করে পোস্টের ক্যাপশনে লেখা হয়, “আপনাদের নিজের জন্য প্রিন্ট করুন! অ্যাকাউন্টের বায়োতে ​​পিডিএফ দেওয়া আছে! এটিই ম্যাকডোনাল্ডস’র পণ্য বয়কটের জোয়ার বড় রূপ দেওয়ার সময়! এই গ্রাহক বিজ্ঞপ্তির স্টিকারগুলো গ্লাসগো শহরের ম্যাকডোনাল্ডসের আশেপাশে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদের পোস্টার বা স্টিকার প্রিন্ট করতে আমাদের লিঙ্কট্রিতে দেওয়া একটি পিডিএফ সংগ্রহ করুন।

আরব ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান মিসবারও আলোচিত বিজ্ঞপ্তিটি ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ প্রকাশ করেনি জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

মূলত, প্রো-প্যালেস্টাইন গ্রুপ ইসরায়েল-ফিলিস্তিন সংকটকে কেন্দ্র মার্কিন ফাস্ট ফুড প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস বয়কটের প্রচারণা বাড়াতে প্রতিবাদস্বরূপ একটি গ্রাহক বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করে। উক্ত গ্রাহক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় গণহত্যায় এ পর্যন্ত ৩০,০০০ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন। আমরা বলতে গর্ববোধ করি যে, গাজাবাসী ক্ষুধার্ত অবস্থায় ম্যাকডোনাল্ডস ইসরায়েলি সামরিক বাহিনীকে বিনামূল্যে খাবার সরবরাহ করে। উক্ত বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উক্ত গ্রাহক বিজ্ঞপ্তিটিই ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ দিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলি সামরিক বাহিনীকে বিনামূল্যে খাবার বিতরণ করায় মুসলিম কিছু দেশ ম্যাকডোনাল্ডসকে বয়কট ঘোষণা করেছে। 

সুতরাং, মার্কিন ফাস্ট ফুড প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস ইসরায়েল-ফিলিস্তিন সংকটে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে গ্রাহক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

সংশোধন/ Correction

২৯ জুন, ২০২৪ : প্রতিবেদনটির প্রথম সংস্করণে Art Workers for Palestine Scotland নামের গ্রুপ কর্তৃক এই বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই গ্রুপের আগেই ভিন্ন একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একই বিজ্ঞপ্তি পাওয়ায় বিষয়টি উল্লেখপূর্বক প্রতিবেদনটি সংশোধন করা হয়।

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img