আদিবাসী মেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের ঘটনাকে সাম্প্রদায়িক হত্যার ভুয়া দাবিতে প্রচার

সম্প্রতি, বাংলাদেশে একজন আদিবাসী মেয়েকে হত্যা করা হয়েছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দু’ নামে একটি এক্স হ্যান্ডেল, মেয়েটির একটি ছবি এবং পরিচয়পত্র পোস্ট করে দাবি করেছে, চট্টগ্রামে সংখ্যালঘু মারমা জনগোষ্ঠীর মেয়েকে হত্যা করা হয়েছে। ড. ইউনূস সরকার কি বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ!?

হ্যান্ডেলটি তাদের টুইট পোস্টে #SaveBangladeshiMinorities হ্যাশ ট্যাগ দিয়ে @elonmusk @VivekGRamaswamy এবং @realDonaldTrump কে ট্যাগ করেছে।

‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দু’ কে উৎস হিসাবে উদ্ধৃত করে ‘পাকিস্তান আনটোল্ড’ নামে আরেকটি এক্স হ্যান্ডেল প্রায় একই দাবি শেয়ার করে তাদের পোস্টের ক্যাপশনে লিখেছে, ইসলামী বাংলাদেশে বাংলাদেশী সংখ্যালঘু আদিবাসী মেয়েকে হত্যা করা হয়েছে। ক্রমবর্ধমান পাকিস্তানপন্থী বাংলাদেশে তার পক্ষে কে কথা বলবে?

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের চট্টগ্রামে সংখ্যালঘু মারমা আদিবাসী মেয়েকে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, উক্ত নারী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে সাম্প্রদায়িক ইস্যুতে প্রচার করা হয়েছে। তাছাড়া মেয়েটি জীবিত আছেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে থাকা পরিচয়পত্রটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মেয়েটির নাম মাশিনু মারমা (Mashinu Marma) । এই তথ্যের সূত্র ধরে ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যা নিশ্চিত করে যে তিনি জীবিত আছেন এবং একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‘Hridoy Chakma’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়।

Screenshot: Facebook

গত ১৩ জানুয়ারী ‘Joy 卝 Marmaヅ’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটি ছবি ও একটি ভিডিও যুক্ত ‘মশিনু মারমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে সবাই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

এছাড়াও, ‘Uching Swe Chak’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘মেয়েটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ম তলায় ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে। মেয়েটিকে নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট না দিতে অনুরোধ করছি। পারলে সাহায্যের এগিয়ে আসবেন।’

এই বিষয়ে আরও অনুসন্ধানে সিএনটিভি সিটিজি নামের একটি স্থানীয় গণমাধ্যমের ফেসবুক পেজে পোস্ট করা একটি লাইভ ভিডিও পাওয়া যায়, ভিডিওটিতে মাশিনু মারমা নিজেই নিশ্চিত করেছেন তিনি চট্টগ্রামের বাহাদ্দারহাটে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন।

Screenshot: Facebook 

পরবর্তীতে, ‘kirti marma Blog’ নামে মাশিনু মারমার ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখতে পাওয়া যায়, তিনি তার হাসপাতালের বিছানা থেকে বেশ কয়েকটি লাইভ ভিডিও পোস্ট করেছেন।

অর্থাৎ, এটি নিশ্চিত মাশিনু মারমাকে কোনো আক্রমণ করা হয়নি এবং তিনি মারাও যাননি; তিনি জীবিত আছেন। প্রকৃতপক্ষে, তিনি বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং ভালোভাবে সুস্থ হচ্ছেন।

সুতরাং, বাংলাদেশে একজন আদিবাসী মেয়েকে হত্যা করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Hridoy Chakma: Facebook Post
  • Joy 卝 Marmaヅ: Facebook Post
  • Uching Swe Chak: Facebook Reels Video
  • CNTV CTG: Facebook Live Video
  • kirti marma Blog: Facebook Live Video

আরও পড়ুন

spot_img