শাহবাগে নাহিদ-আসিফ বিরোধী স্লোগান দাবিতে ভিন্ন স্লোগানের ভিডিও প্রচার

সম্প্রতি ‘নাহিদ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা। আসিফ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

ভিডিওটিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে- এইচএবি টিভি

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।  

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে ‘নাহিদ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা। আসিফ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা।’ শীর্ষক স্লোগান দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, ‘আয় ডিব্বা দেখে যা রাজপথে তোর বাপেরা’ শীর্ষক  স্লোগান প্রদানের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে Nirjoy Raz নামক ইউটিউব চ্যানেলে গত ২৮ আগস্ট ‘আয় ডিব্বা দেখে যা রাজপথে তোর বাপেরা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলী, বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, এটি আলোচিত ভিডিওর বিষয়বস্তুর একই স্থানে একটি ভিন্ন দিক থেকে ধারণ করা ভিডিওচিত্র। উভয় ভিডিওতে পেস্তা-সাদা রঙের পোলো টি-শার্ট পরিহিত একই ব্যক্তিকে স্লোগান দিতে দেখা যায়, তার পাশে গায়ে ‘রাজা’ লিখিত একটি বড় মাইক রয়েছে। এছাড়া, উভয় ভিডিওতে থাকা মানুষজন ও পারিপার্শ্বিকতায়ও মিল রয়েছে। 

একই ইউটিউব চ্যানেলে একই তারিখে প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়, এটিতেও আলোচিত ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ চিত্র দেখা যায়। 

এসব ভিডিওর অডিও পর্যালোচনা করে দেখা যায়, এতে ‘আয় ডিব্বা দেখে যা, রাজপথে তোর বাপেরা’ শীর্ষক একটি স্লোগান দেওয়া হচ্ছে, ‘নাহিদ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা। আসিফ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা।’- এমন কোনো স্লোগান এসব ভিডিওতে শোনা যায়নি। 

পরবর্তীতে, একাধিক গণমাধ্যমের (, ) ফেসবুক পেজে গত ২৮ আগস্ট প্রকাশিত ভিন্ন কিছু ভিডিওতেও ‘আয় ডিব্বা/ডিপ্পা দেখে যা, রাজপথে তোর বাপেরা’ শীর্ষক স্লোগানটি শুনতে পাওয়া যায়। 

উল্লেখ্য, গত ২৬ আগস্ট থেকে বুয়েটসহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। অন্যদিকে আইডিইবি ও পলিটেকনিক শিক্ষার্থীরা সাত দফা দাবিতে আন্দোলন করছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা, আইডিইবি ও পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘আয় ডিব্বা দেখে যা রাজপথে তোর বাপেরা’ স্লোগানটি দেয়; আলোচিত ভিডিওটি শাহবাগে বুয়েটের আন্দোলন কর্মসূচিতে উক্ত স্লোগানটি উচ্চারণের চিত্র। 

সুতরাং, প্রচারিত ভিডিওতে শাহবাগে ‘নাহিদ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা। আসিফ তুই দেখে যা রাজপথে তোর বাপেরা।’ শীর্ষক স্লোগান দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img