সম্প্রতি, “সেনাবাহিনীর সহায়তা চাইলো তারেক জিয়া,ভয়ে পদত্যাগের ২৪ ঘন্টার আল্টিমেটাম” শীর্ষক শিরোনাম এবং তারেক রহমানের নির্দেশো মাঠে নামছে সেনাবাহিনী, ২৪ ঘন্টার মধ্যেই হাসিনার পদত্যাগ শীর্ষক তথ্য সম্বলিত থাম্বনেইলে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেনাবাহিনীর মাঠে নামা এবং ২৪ ঘন্টার শেখ হাসিনার পদত্যাগ করার তথ্যগুলো সঠিক নয় বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি (আর্কাইভ)পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ২ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিওটিতে প্রচারিত দাবিগুলো প্রসঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও দেখানো হয়।
ভিডিও যাচাই
অনুসন্ধানে গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ পালনের আহবান জানিয়ে বক্তব্য। 30 October 2023’ শীর্ষক শিরোনামে তারেক রহমানের একটি ভিডিও (আর্কাইভ) বার্তা খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও দেওয়া তারেক রহমানের বক্তব্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত তারেক রহমানের বক্তব্যের মিল পাওয়া যায়।

উক্ত ভিডিওতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাসি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচী পালন করার আহ্বান বিষয়ক বক্তব্য দেন।
তবে, উক্ত আলোচনার কোথাও তারেক রহমান সেনাবাহিনীর মাঠে নামার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ করেননি।
এছাড়া, একটি দেশে সেনা মোতায়েন কিংবা প্রধানমন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে তা অবশ্যই গণমাধ্যমে প্রচারিত হবে। তবে, রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে সেনাবাহিনীর মাঠে নামা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগ সংক্রান্ত কোনো সংবাদ পায়নি।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেটে নানা ধরনের তথ্য প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইন্টারনেটে “তারেক রহমানের নির্দেশে মাঠে নামছে সেনাবাহিনী, ২৪ ঘন্টার মধ্যেই হাসিনার পদত্যাগ” শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় একটি ভিন্ন ঘটনার ভিডিও ক্লিপ যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠে নামছে সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- Tarique Rahman : Facebook Page