সম্প্রতি, ‘বাংলাদেশ সেনাবাহিনী এতো কম বয়সে ছেলেটা কেনো সেনাবাহিনীতে এসেছিলো.?’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ সেনাবাহিনীর বাছাই পর্বের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর বাছাই পর্বের নয়। প্রকৃতপক্ষে, COMMANDO ACADEMY PHYSICAL নামের ভারতীয় একটি ফিজিক্যাল একাডেমীর ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে সেনাবাহিনীর বাছাই সংক্রান্ত বিভিন্ন কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে COMMANDO ACADEMY PHYSICAL নামের একটি ভারতীয় ইউটিউব চ্যানেলের সন্ধান পাওয়া যায়।

চ্যানেলটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত চ্যানেলে সেনাবাহিনীর প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও রয়েছে (১, ২) । এছাড়াও ভিডিওর ট্রেইনারের সাথে আলোচিত ভিডিওর বাছাইকারকের চেহারার হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে অনুসন্ধানে উক্ত চ্যানেলে ২০২৪ সালের ২১ এপ্রিল 8 महीने में 8 सेमी लंबाई बढ़ी 😍😍 170 cm | ssc gd height measurement | exercise for height increase শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির ৮ মিনিট ৯ সেকেন্ড থেকে ৮ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত সময়ের ফুটেজের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। মূলত ভিডিওটির উক্ত অংশটুকু কেটে এবং ফ্রেম সাইজ পরিবর্তন ও ফাস্ট ফরওয়ার্ড করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে চ্যানেলটির অ্যাবাউট সেকশন থেকে জানা যায়, COMMANDO ACADEMY PHYSICAL হল উক্ত নামেরই শারীরিক পরীক্ষার প্রস্তুতিমূলক একটি ভারতীয় কোচিং সেন্টারের ইউটিউব চ্যালেন। কোচিং সেন্টারটিতে প্রাক্তন সেনাসদস্যদের সহায়তায় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বলেও জানা যায়। চ্যানেলটিতে মূলত সে সংক্রান্ত নানা ভিডিও প্রচার করা হয়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ধরনের সম্পর্ক নেই।
সুতরাং, শারীরিক পরীক্ষার প্রস্তুতিমূলক ভারতীয় একটি ফিজিক্যাল একাডেমির ভিডিওকে বাংলাদেশ সেনাবাহিনীর বাছাই পর্বের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- COMMANDO ACADEMY PHYSICAL Youtube Channel: 8 महीने में 8 सेमी लंबाई बढ़ी 😍😍 170 cm | ssc gd height measurement | exercise for height increase
- Rumor Scanner’s Analysis