সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Life is too sort to argue, just sent this and move on’ ক্যাপশনে একটি বইয়ের কাভার সদৃশ ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি জাপানের লেখক হারুকি মুরাকামির ‘Gu Kha’ নামের একটি বইয়ের প্রচ্ছদের ছবি।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ভারতীয় লেখক কৌশিক মজুমদারের প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হারুকি মুরাকামির গু খা নামে কোনো বই নেই বরং সার্কাজমের উদ্দেশ্যে একটি ছবি সম্পাদনা করে বানোয়াট প্রচ্ছদের মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করার ওপর তা সত্য ভেবে নিয়ে বিভ্রান্ত হচ্ছেন নেটিজেনরা।
এ বিষয়ে অনুসন্ধানে জাপানি লেখক হারুকি মুরাকামির বইয়ের ওয়েবসাইটে ‘Gu Kha’ নামে কোনো বই খুঁজে পাওয়া যায়নি৷ পরবর্তীতে TinEye Reverse Image Search এর মাধ্যমে ‘My Life Journal’ নামের একটি বইয়ের সন্ধান পাওয়া যায়, যেটি অন্তত ২০২০ সাল থেকে ইন্টারনেটে আছে৷ উক্ত বইটির প্রচ্ছদের ছবির স্থলে ‘Gu Kha’ নামক বইটির ছবি প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
এ সংক্রান্ত দাবির পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, মূলত হাস্যরসের উদ্দেশ্যে পোস্টগুলো করা হলেও এ সম্পর্কিত কোনো ডিস্ক্লেইমার পোস্টগুলোতে উল্লেখ না থাকায় অনেক নেটিজেন বইটির প্রকৃতপক্ষেই অস্তিত্ব আছে ভেবে বিভ্রান্ত হচ্ছেন।
সুতরাং, জাপানের লেখক হারুকি মুরাকামির ‘Gu Kha’ নামক বই রয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা; যা স্যাটায়ার/ সার্কাজমের উদ্দেশ্যে করা হয়েছে৷