সম্প্রতি, “জেরার্ড পিকে বার্সেলোনার সতীর্থ পাবলো গাভির মায়ের সাথে এফেয়ার করায় শাকিরার সাথে বিচ্ছেদ। পিকে এখন একা এপার্টমেন্টে থাকেন। গাভি ইনস্টাগ্রামে পিকেকে ফলো করা বন্ধ করে দিয়েছেন।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জেরার্ড পিকের সাথে তার সতীর্থ ফুটবলার পাবলো গাভির মায়ের সম্পর্কের বিষয়টি সত্য নয় বরং এই ভিত্তিহীন তথ্যটি একটি প্যারোডি টুইটার অ্যাকাউন্ট থেকে ভুয়া সোর্স উল্লেখ করে প্রথম প্রচারিত হয়।
পিকের সাথে কি গাভির মা এর সম্পর্ক রয়েছে?
অনুসন্ধানে দেখা যায়, তুরস্ক থেকে পরিচালিত Le Marks Sports নামের একটি টুইটার অ্যাকাউন্টে জেরার্ড পিকের সাথে গাভির মা কে জড়িয়ে প্রথম এ তথ্যটি প্রচার করা হয়। তুর্কি ভাষার সেই টুইটে লেখা হয়-
Shakira, Gerard Pique’yi başka bir kadınla ilişki yaşarken yakaladı. O kadının, Barcelonalı genç yıldız Gavi’nin annesi olduğu ortaya çıktı. Gavi’nin ise olaydan haberi yok. (El Periósico)
যা গুগলের সহায়তায় অনুবাদ করলে হয়,
“Shakira caught Gerard Pique having an affair with another woman. That woman turned out to be the mother of young Barcelona star Gavi. Gavi is unaware of the incident. (El Periósico)”
অর্থাৎ এই টুইটার অ্যাকাউন্টটি, শাকিরা জেরার্ড পিকের অন্য একজন নারীর সাথে সম্পর্ক রাখার বিষয়টি ধরেছেন এবং সেই নারীটি তরুণ বার্সেলোনা তারকা গাভির মা শীর্ষক তথ্যটি El Periósico নামের একটি সোর্সের বরাতে প্রচার করেছে। তবে El Periósico নামে কোন গণমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। মূলত শাকিরা এবং পিকের মধ্যকার এই রিলেশনশিপ ক্রাইসিস নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে El Periódico নামের একটি স্প্যানিশ গণমাধ্যম।
তাই বোঝা যাচ্ছে যে El Periódico কে বিকৃত করে সোর্স হিসেবে El Periósico উল্লেখ করা হয়েছে।
এদিকে স্প্যানিশ গণমাধ্যম এল পেরিওডিকোর সেই প্রতিবেদনে ঐ নারী-ই গাভির মা এই বিষয়ে কোন তথ্য নেই। বরং El Periódico এর অপর একটি প্রতিবেদন থেকে সেই নারীর বর্ণনায় পাওয়া যায় তিনি ২০ বছর বয়সী একজন তরুনী এবং এখনো পড়াশোনা করছেন।
উক্ত প্রতিবেদনে এল পেরিওডিকোর সাংবাদিক উল্লেখ করেছে,
“যে মহিলা পিকে এবং শাকিরাকে বিচ্ছেদের দ্বারপ্রান্তে রাখছেন তিনি হলেন ২০ বছর বয়সী একজন স্বর্ণকেশী। তিনি পড়াশোনা করছেন এবং ইভেন্ট হোস্টেস হিসাবে কাজ করছেন।”
সেখানে আরো উল্লেখ করা হয়, পিকেকে একজন যুবতীর সাথে বেশ কয়েকবার দেখা গিয়েছে। এই বিষয়টি শাকিরা অবগত হওয়ার কারণে ক্ষিপ্ত হয়েছেন এবং এই কারণেই পিকে তার ব্যাচেলর অ্যাপার্টমেন্টে চলে গেছেন।
অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, পিকের সাথে সম্পর্কের গুঞ্জন যে নারীটির সে এখন তরুণী এবং তার বয়স ২০ বছর। অপরদিকে পাবলো গাভীর-ই বয়স প্রায় ১৮ বছর, যেহেতু সম্ভাব্য সেই নারী তরুণী এবং বয়স মাত্র ২০ বছর তাই সেই নারীটি পাবলো গাভি’র মা হওয়ার সম্ভব নয়। তাই এই গুঞ্জনে গাভির মায়ের নাম জড়ানোর বিষয়টি মিথ্যা।
আবার বাংলাদেশে এই তথ্যটি অনেকে সাংবাদিক Gerard Romero কে সোর্স দেখিয়ে প্রচার করেছে। তবে জেরার্ড রোমেরোর অফিশিয়াল সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে এ বিষয়ে তার কোন পোস্ট খুঁজে পাওয়া যায় নি। মূলত জেরার্ড রোমেরোর নামে বাংলাদেশ থেকে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে পিকে এবং পাবলো গাভির মাকে জড়িয়ে পোস্টটি প্রচার করা হয়েছে।
যে পোস্টটিকে অনেকেই জেরার্ড রোমেরো এর আসল পেজের পোস্ট ধরে তাকে সোর্স দেখিয়ে তথ্যটি প্রচার করেছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, পেজটি ভুয়া এবং এটি বাংলাদেশ থেকে পরিচালিত একটি পেজ। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন থেকে দেখা যায়, পেজটি ২০১৬ সালে ‘চুপ হারামজাদা’ নামে তৈরি করা হয়েছিলো এবং সর্বশেষ চলতি বছরের ১৫ জানুয়ারি পেজটির নাম Gerard Romero নামে পরিবর্তন করা হয়। এই নামে পরিবর্তন করার পূর্বে বিভিন্ন সময়ে আরো ৪ বার পেজটির নাম পরিবর্তন করা হয়েছিলো।
অপরদিকে এই মিথ্যা তথ্যের সাথে অনেকে গাভীর মা দাবি করে ভুল ছবি প্রচার করছে।
গাভি কি পিকে-কে ইনস্টাগ্রামে আনফলো করেছেন?
অনেকে উক্ত ঘটনার কারণে ইনস্টাগ্রামে জেরার্ড পিকে কে পাবলো গাভী আনফলো করেছেন শীর্ষক একটি তথ্য প্রচার করছে। তবে তথ্যটি মিথ্যা।
পাবলো গাভীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়িং সেকশনে দেখা গেছে, তিনি জেরার্ড পিকে কে এখনো ফলো করছেন, আনফলো করেন নি।
পিকে-শাকিরার মধ্যে আসলে কি ঘটেছে?
জেরার্ড পিকে এবং শাকিরার বিচ্ছেদের গুঞ্জন ইতিমধ্যেই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ গণমাধ্যম এল পেরিওডিকোতে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি ছড়িয়ে পড়ে।
স্প্যানিশ গণমাধ্যমটি বার্সেলোনার অধিনায়ক এবং কলম্বিয়ান গায়িকা একটি অনুভূতিমূলক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বিষয়টি উল্লেখ করতে গিয়ে যে কারণগুলো উল্লেখ করেছেন সেগুলো হলো-
বাসায় না থেকে পিকে তার ব্যাচেলর অ্যাপার্টমেন্টে কয়েক সপ্তাহ ধরে একা থাকছেন, মার্চ মাসের পর থেকে শাকিরার সোশ্যাল মিডিয়ায় পিকের উপস্থিতি না থাকা, পিকের সম্প্রতি ঘন ঘন নাইট ক্লাবে যাওয়া, পিকে কে এক তরুণীর সাথে ঘুরতে দেখা, শাকিরার সর্বশেষ প্রকাশিত গানের লিরিক্স ইত্যাদি।
তবে স্প্যানিশ গণমাধ্যম এল পেরিওডিকোতে পিকে-শাকিরার সম্পর্কের সংকট নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পিকে ও শাকিরা কেউ সরাসরি কোনো প্রতিক্রিয়া জানান নি। এই বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জন পর্যায়েই রয়েছে।
উল্লেখ্য, পিকে-শাকিরা জুটি বিশ্বের জনপ্রিয় জুটি গুলোর একটি। ২০১০ সালের আফ্রিকা বিশ্বকাপ থেকে স্প্যানিশ ও বার্সেলোনা ফুটবলার জেরার্ড পিকের সাথে কলম্বিয়ান পপ তারকা শাকিররা সম্পর্ক শুরু হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও ১২ বছর ধরে চলা এ সম্পর্কে এই তারকা দম্পতির রয়েছে দুটি সন্তান।
সুতরাং, জেরার্ড পিকে বার্সেলোনার সতীর্থ পাবলো গাভির মায়ের সাথে সম্পর্কে আছেন এবং এই কারণে গাভি ইন্সটাগ্রামে পিকেকে আনফলো করেছেন শীর্ষক তথ্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- El Periodico: Exclusiva de ‘Mamarazzis’: “Shakira ha pillado a Piqué con otra”
- El Periodico: Así es la mujer en discordia en la relación entre Piqué y Shakira
- Gavi instagram: https://instagram.com/pablogavi?igshid=YmMyMTA2M2Y=