সুইজারল্যান্ডে শেখ হাসিনার দায়ের করা কথিত মামলার শুনানি দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া

সম্প্রতি ‘আজ ২৫/২/২০২৫ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা মামলার ১২ তম শুনানিতে সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অংশগ্রহণ করছে ২৭ জন লবিস্ট, বাংলাদেশ সময় দুপুর ২ ঘটিকায় শুরু হচ্ছে শেখ হাসিনার ১২ তম শুনানি সবাই দোয়া করবেন সুবিচারের আশায় আমরা জয় বাংলা।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার দায়ের করা কোনো মামলার শুনানির ছিল না বরং ভিন্ন ঘটনার ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে আমেরিকান গণমাধ্যম 11Alive এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৫ আগস্ট প্রকাশিত ‘Donald Trump indicted: Former president’s motorcade arrives to Newark, NJ’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷ 

Comparison: Rumor Scanner 

উক্ত ইউটিউব ভিডিও থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের জর্জিয়া নির্বাচনে র‌্যাকেটিয়ারিং (RICO)-এর  অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ২০২৩ সালে তিনি ফাল্টন কাউন্টি জেলে আত্মসমর্পণ করতে আটলান্টায় যান। এটি সেসময় নিউ জার্সি থেকে জর্জিয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পথে ট্রাম্পের যাত্রাবহরের ভিডিও। দেখা যাচ্ছে। এ বিষয়ে সেসময়ে আন্তর্জাতিক গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তাছাড়া সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার দায়ের করা মামলা কিংবা মামলার শুনানিতে কোনো লবিস্ট এর অংশগ্রহনের বিষয়ে কোনো গনমাধ্যমে এবং International Court of Justice -এর ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, “গত ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার দায়ের করা মামলার ১২ তম শুনানিতে সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ২৭ জন লবিস্ট অংশগ্রহণ করেছে” শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img