আসামের ভারত-বাংলাদেশ সীমান্তে হিন্দু নির্যাতনের প্রতিবাদের দৃশ্য নয় এটি

সম্প্রতি “আসাম বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা! বাংলাদেশে চলমান হিন্দু গণত্যার প্রচেষ্টার জেরে সমগ্র বারাক থেকে শুরু করে গৌহাটি অবদি আসামের সর্বস্তরের হিন্দুরা জেগে ওঠেছে!ভারত-বাংলাদেশ সীমান্ত।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাবিকৃত তথ্যের সাথে আলোচিত ছবিটির কোন সম্পর্ক নেই বরং ছবিটি বিজেপির কর্নাটকের ২০১৯ সালের একটি নির্বাচনী জনসভার।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৯ সালের ১৩ এপ্রিলে প্রকাশিত একটি টুইটার একাউন্টে একই ছবি খুঁজে পাওয়া যায়। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার একাউন্টে একই দিনে প্রকাশিত একই স্থানের ভিন্ন ভিন্ন কিছু ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে ২০১৯ সালের ১৩ এপ্রিলে কর্ণাটকের ম্যাঙ্গালোরের নেহেরু ময়দানে একটি জনসভার আয়োজন করে বিজেপি। সেসময়ে নরেন্দ্র মোদি সেই জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। জনসভাটি বিজেপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্ট্রিম করা হয়েছিল।

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম NDTV, The Hindu, Mangalore Today জনসভাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

অধিকতর যাচাইয়ের জন্য আমরা গুগল ম্যাপসে থাকা নেহেরু ময়দানের ছবির সঙ্গে ২০১৯ সালের বিজেপির জনসভার এই ছবিটির পাশাপাশি তুলনা করলে ছবি দুটিতে থাকা বস্তুর মিল পাওয়া যায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে আসামের বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নিয়ে কোন খবর পাওয়া যায়নি। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত দেশীয় এবং ভারতের কোন সংবাদমাধ্যমেও এধরণের কোন খবর প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে এবং নির্যাতনের এসব ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন শ্রেণীর মানুষ বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানায়।

আসাম

অর্থাৎ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর কর্ণাটকের জনসভার দুই বছর পুরোনো একটি ছবি ব্যবহার করে বর্তমানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আসামের ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনার দাবি করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আসাম বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা! বাংলাদেশে চলমান হিন্দু গণত্যার প্রচেষ্টার জেরে সমগ্র বারাক থেকে শুরু করে গৌহাটি অবদি আসামের সর্বস্তরের হিন্দুরা জেগে ওঠেছে!
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Tweet 1:

  2. Tweet 2:https://twitter.com/girishalva/status/1117122489157443586
  3. BJP YouTube:
  4. Narendra Modi tweet:

  5. NDTV: https://www.ndtv.com/india-news/lok-sabha-election-2019-live-updates-pm-narendra-modi-address-poll-rallies-in-tamil-nadu-karnataka-2022462
  6. The Hindu: https://www.thehindu.com/news/cities/Mangalore/modis-rally-in-mangaluru-today/article26824660.ece
  7. Mangalore Today: http://www.mangaloretoday.com/main/Lok-Sabha-polls-is-about-choosing-on-how-New-India-should-be-in-the-21st-century-PM-Modi.html
  8. Google Maps:https://www.google.com/maps/place/Nehru+Maidan,+Mangaluru/@12.8623285,74.8393844,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipO225MUcXPLsiVep9gIlkUpCQ04uk6PeHqkEZEI!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipO225MUcXPLsiVep9gIlkUpCQ04uk6PeHqkEZEI%3Dw203-h152-k-no!7i3264!8i2448!4m13!1m7!3m6!1s0x3ba35bad7f56c811:0xbb1f22be01bfbe99!2sNehru+Maidan,+Uppinagadi+Village,+Mangalore,+Karnataka+575001,+India!3b1!8m2!3d12.862232!4d74.8388334!3m4!1s0x3ba35bad7de7e0e7:0x7d24c78e1de545a!8m2!3d12.8624552!4d74.8389299

আরও পড়ুন

spot_img