Fact Check: ইসলামি বক্তা আমির হামজার কারামুক্তির সংবাদটি ভুয়া

সম্প্রতি “হঠাৎ করে আমির হামজা হুজুরের মুক্তি হুজুর নিজেই অবাক” শীর্ষক শিরোনামে একটি তথ্য একাধিক ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া কিছু ফেসবুক দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশিত কিছু প্রতিবেদনের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসলামি বক্তা আমির হামজা মুক্তি পাননি বরং তিনি এখনও কারাগারে রয়েছেন।

মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনলাইন পোর্টাল গুলোর শিরোনামে আমির হামজার মুক্তির বিষয়টি উল্লেখ থাকলেও খবরের বিস্তারিত অংশে তার কারামুক্তি সম্পর্কিত কোন তথ্য নেই, শুধুমাত্র সেখানে তাকে গ্রেফতারের পর রিমান্ড আবেদনের বিষয়টি উল্লেখ রয়েছে। এছাড়া দেশীয় মূলধারার গণমাধ্যমে আমির হামজার জামিনের কোন তথ্য খুঁজে পাওয়া যায় নি।

উল্লেখ্য, গত ২৪ মে আমির হামজাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে এবং পরবর্তীতে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অর্থাৎ, ভুয়া শিরোনাম ও তথ্য ব্যবহার করে আমির হামজার কারামুক্তির দাবীটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আমির হামজা হুজুর মুক্তি পেয়েছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img