সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ১৪ হাজার বারেরও বেশি দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় ড. ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর বিভিন্ন সময়ের পুরোনো ভিডিও ও চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর শুরুতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়ে কথা বলছেন। পরবর্তীতে, ড. ইউনূসকে বিমানবন্দর ঢুকতে দেখা যায়। এরপর আরেকটি ভিডিওতে ড. ইউনূসকে কয়েকজন ব্যক্তির সাথে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে একটি ভিডিওতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে কথা বলতে দেখা যায়। ভিডিওর বাকি অংশে ড. মুহাম্মদ ইউনূস মোহাম্মদ সাহাবুদ্দিন এর কয়েকটি ছবি ও ভিন্ন কিছু ভিডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচেভেলের ‘DW বাংলা টকশো’ নামের ইউটিউব চ্যানেলে গত ২৩ ফেব্রুয়ারি ‘মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটিতে ড. মুহাম্মদ ইউনূসের কথা বলার বেশ কয়েকটি দৃশ্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড অনুসন্ধান করে গত ০৮ আগস্ট মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ‘ঢাকায় ফেরার আগে প্যারিস বিমানবন্দরে ড. ইউনূস’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে ড. মুহাম্মদ ইউনূসের বিমানবন্দর ঢোকার দৃশ্য মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে দেশে আসার পথে প্যারিস বিমানবন্দরের দৃশ্য।
পরবর্তী অনুসন্ধানে গত ১৮ মে মূলধারার গণমাধ্যচ্যানেল ২৪ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘সাহাবুদ্দিন চুপ্পু কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর, ফাঁসিতে ঝোলানোর হুমকি দেয় একটি গোষ্ঠী’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওর বেশকিছু দৃশ্য মিলে যায়।
প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবিটি সম্পর্কে বলা হয়েছে।
দেশের প্রথম সারির গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ঘোষণা দেওয়ার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ড. ইউনূস ও মোহাম্মদ সাহাবুদ্দিন এর পুরোনো ভিডিও ও ছবি যুক্ত করে ভিত্তিহীনভাবে সম্প্রতি ড. ইউনূস দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- DW বাংলা টকশো: মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস
- Ekattor TV: ঢাকায় ফেরার আগে প্যারিস বিমানবন্দরে ড. ইউনূস
- Channel 24: সাহাবুদ্দিন চুপ্পু কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর, ফাঁসিতে ঝোলানোর হুমকি দেয় একটি গোষ্ঠী
- Rumor Scanner’s Own Research