গোপালগঞ্জে সেনাবাহিনী কর্তৃক আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের শাস্তি দেওয়ার নয়, ভিডিওটি ভিন্ন ঘটনার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর হামলা, সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনায় গত বুধবার (১৬ জুলাই) রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে এখন অবধি অন্তত ৫ জন নিহত হয়েছেন। দিরভর সংঘর্ষের পর ঐদিন সন্ধ্যায় গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন। হামলাকারীদের গ্রেফতারে জেলা জুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

এরই প্রেক্ষিতে “গোপালগঞ্জে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগ নেতাদের সেনাবাহিনী দারা ট্রেনিং চলছে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সাথে গোপালগঞ্জে সেনাবাহিনী কর্তৃক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ(নিষিদ্ধ) নেতাদের শাস্তি দেওয়ার কোনো সম্পর্ক নেই। ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। ভিডিওটি অন্তত গত ১৪ এপ্রিল থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ‘Ashik’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে চলতি বছরের ১৪ এপ্রিল প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য দেখতে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

তবে অনুসন্ধানে ভিডিওটির স্থান এবং প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

গত ১৪ এপ্রিলে টিকটকে ভিডিওটি আপলোডকারী ঐ ব্যক্তির তথ্যমতে, এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় রীতি পালনের দৃশ্য।  ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সনাতনীদের একটি ধর্মীয় সঙ্গীত বাজতে শোনা যায়। 

অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যায় যে প্রচারিত ভিডিওটি গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা পরবর্তী সময়ের নয়। 

সুতরাং, পুরনো ও ভিন্ন ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে গোপালগঞ্জে সেনাবাহিনী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ(নিষিদ্ধ) নেতাদের শাস্তি দিচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Ashik: TikTok Video 
  • Rumor Scanner’s analysis 

আরও পড়ুন

spot_img