সম্প্রতি, অন্তরবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ০২ লাখ ৩১ হাজার বারেরও বেশি দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল পদত্যাগের কোনো ঘোষণা দেননি বরং অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওর শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের একটি ভিডিও যুক্ত করা হয়েছে এবং ভিডিওর বাকি অংশে আসিফ নজরুল, ড. মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার বেশ কয়েকটি ছবি যুক্ত করে একজন ব্যক্তিকে ড. আসিফ নজরুলের পদত্যাগের কথা বলতে শোনা যায়।
অনুসন্ধানে ড. আসিফ নজরুল এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ১০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির প্রথম অংশে ব্যবহৃত ড. আসিফ নজরুলের বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওতে ড. আসিফ নজরুল তার পদত্যাগ নয় বরং সম্প্রতি পদত্যাগ করা সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সম্পর্কে কথা বলেছেন। প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার পদত্যাগ সম্পর্কে বলা হয়েছে।
এছাড়াও, দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত দাবি প্রচার পরবর্তী সময়ে ড. আসিফ নজরুলকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও (আর্কাইভ) বার্তা দিতেও দেখা গেছে। যেখানে তিনি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের বিষয়েও কথা বলেছেন।
সুতরাং, অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul: প্রধান বিচারপতির পদত্যাগ
- Dr. Asif Nazrul: Facebook Video
- Rumor Scanner’s Own Research