নাহিদ ইসলামকে উদ্ধৃত করে ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচারিত থাম্বনেইলের ছবিটি সম্পাদিত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গত ১১ মার্চে হওয়া একটি বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসারজিস আলম ফেসবুকে ভিন্ন ভিন্ন দুইটি পোস্ট করেন এবং এর প্রতিক্রিয়ার বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘হাসনাত, সার্জিস ও হান্নান মাসউদ তিনজনেই মিথ্যা কথা বলেছে – নাহিদ ইসলাম।’ শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো সম্বলিত ইউটিউব ভিডিওর থাম্বনেইলের একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত-সারজিসের ফেসবুক স্ট্যাটাস বিতর্কে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আলোচিত মন্তব্যটি করেননি এবং তার মন্তব্য দাবি করে ইনডিপেনডেন্ট টিভি ‘হাসনাত, সার্জিস ও হান্নান মাসউদ তিনজনেই মিথ্যা কথা বলেছে – নাহিদ ইসলাম।’ শিরোনামে থাম্বনেইল সম্বলিত কোনো ভিডিও বা সংবাদ প্রকাশ করেনি।

এ বিষয়ে অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইটইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত দাবি সম্বলিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে, ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১২ অক্টোবর ‘ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির থাম্বনেইলের সাথে আলোচিত দাবিতে প্রচারিত থাম্বনেইলের ছবিটির আংশিক সাদৃশ্য দেখতে পাওয়া গেছে। 

Comparison: Rumor Scanner

উক্ত থাম্বনেইল ও আলোচিত থাম্বনেইলের ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল থাম্বনেইলে বামপাশে মোবাইল স্ক্রিনের ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সরিয়ে তার স্থলে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদের ছবি প্রতিস্থাপন করে এবং ‘ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ’ শীর্ষক শিরোনামের স্থলে ‘হাসনাত, সার্জিস ও হান্নান মাসউদ তিনজনেই মিথ্যা কথা বলেছে – নাহিদ ইসলাম।’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত থাম্বনেইলটি তৈরি করা হয়েছে৷ এছাড়াও, আলোচিত থাম্বনেইলেটিতে ব্যবহৃত ফন্টের সাথে ইনডিপেনডেন্ট টিভির থাম্বনেইলে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত, ইনডিপেনডেন্ট টিভির থাম্বনেইল সম্পাদনা করে তাদের লোগো ও নাম ব্যবহার করে উক্ত থাম্বনেইলটি তৈরি করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক প্রোফাইল (, ) পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷ 

সুতরাং, ইনডিপেনডেন্ট টিভির নামে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্ধৃত করে ‘হাসনাত, সার্জিস ও হান্নান মাসউদ তিনজনেই মিথ্যা কথা বলেছে – নাহিদ ইসলাম।’শিরোনামে প্রচারিত থাম্বনেইলের ছবিটি সম্পাদিত৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img