বৃহস্পতিবার, মে 22, 2025

প্লাস্টিকের বর্জ্য থেকে দানা তৈরির ভিডিওকে চাল তৈরির দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি, প্লাস্টিকের চাল তৈরির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চাল তৈরির নয় বরং, প্লাস্টিকের বর্জ্য থেকে দানা তৈরির প্রক্রিয়াকে প্লাস্টিকের চাল তৈরির দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে ‘Smartest Workers’ শীর্ষক একটি ওয়াটার মার্ক পরিলক্ষিত হয়। এরই সূত্র ধরে ফেসবুকে ‘Smartest Workers’ নামক পেজটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Facebook by Rumor Scanner 

পরবর্তীতে আলোচিত পেজে থাকা কনটেন্টগুলো বিশ্লেষণ করে চলতি বছরের ১৮ এপ্রিলে ‘Recycling Waste Plastic to Make White Pellets #PlasticRecycling #WasteManagement’ শীর্ষক শিরোনামে প্রকাশিত অনুরূপ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

এছাড়া, উক্ত ফেসবুক পেজটিতে ভিন্ন ভিন্ন রঙ এর প্লাস্টিকের দানা তৈরির একাধিক (এক, দুই, তিন) ভিডিও দেখতে পাওয়া যায়। 

Screenshot from Facebook by Rumor Scanner

তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইউটিউবের একাধিক চ্যানেলে আলোচিত ভিডিওটিসহ প্লাস্টিকের বর্জ্য দিয়ে দানা তৈরির একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, এটি নিশ্চিত যে, আলোচিত ভিডিওটি প্লাস্টিকের চাল তৈরির নয়। প্রকৃতপক্ষে প্লাস্টিক বর্জ্যকে প্লাস্টিকের দানায় পরিণত করার ভিডিও। 

সুতরাং, প্লাস্টিকের বর্জ্য থেকে প্লাস্টিকের দানা তৈরির ভিডিওকে চাল তৈরির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

  • Smartest Workers: Reels 
  • Smartest Workers: 01 
  • Smartest Workers: 02 
  • Smartest Workers: 03  

আরও পড়ুন

spot_img