সম্প্রতি, অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ছবি যুক্ত করে ‘দেশে সিগারেট সহ সকল মাদক ব্যবসা বন্ধ করে দেওয়া হবে – ড. ইউনূস’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম দ্য বাংলাদেশ মোমেন্টস’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘দেশে সিগারেট সহ সকল মাদক ব্যবসা বন্ধ করে দেওয়া হবে – ড. ইউনূস’ শীর্ষক দাবিতে দ্য বাংলাদেশ মোমেন্টস বা অন্য কোনো গণমাধ্যম কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, দ্য বাংলাদেশ মোমেন্টস এর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি দ্য বাংলাদেশ মোমেন্টস এর ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ হিসেবে ১০ আগস্ট ২০২৪ উল্লেখ রয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে দ্য বাংলাদেশ মোমেন্টস এর ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ১০ আগস্ট প্রকাশিত উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ০৮ সেপ্টেম্বর “ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: ড. ইউনূস” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডের সঙ্গে আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত গ্রাফিক্যাল ডিজাইন ও ড. মুহাম্মদ ইউনূস এর ছবির মিল খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তূলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ড দুটির ছবির মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে দ্য বাংলাদেশ মোমেন্টস এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের ডিজাইনের মিল নেই। এছাড়াও, দ্য বাংলাদেশ মোমেন্টস এর অফিশিয়াল ফটোকার্ড ফরম্যাটে তারিখ উল্লেখ থাকে না।
আলোচিত ফটোকার্ডটির শিরোনামে “ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: ড. ইউনূস” বাক্যাংশের পরিবর্তে “দেশে সিগারেট সহ সকল মাদক ব্যবসা বন্ধ করে দেওয়া হবে – ড. ইউনূস” বাক্যাংশটি যুক্ত করা হয়েছে। এটি থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, দ্য বাংলাদেশ মোমেন্টস এর ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একই দিনে অর্থাৎ গত ০৮ সেপ্টেম্বর দ্য বাংলাদেশ মোমেন্টস এর ওয়েবসাইটে “ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে: ড. ইউনূস” শিরোনামে প্রকাশিত এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনের বরাতে জানা যায়, রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস এই কথা বলেন।
এছাড়া অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে ‘দেশে সিগারেট সহ সকল মাদক ব্যবসা বন্ধ করে দেওয়া হবে’ শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং উক্ত দাবিতে দ্য বাংলাদেশ মোমেন্টস এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- The Bangladesh Moments: Facebook Post
- The Bangladesh Moments Website: ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে: ড. ইউনূস
- Rumor Scanner’s Own Analysis