আতিফ আসলামের কনসার্টে সাদ্দাম-ইনান এসেছিলেন দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের অবসান ঘটে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পরপরই আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে কেউ কেউ বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এদিকে গত ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ট্রিপল টাইম কমিউনিকেশনের উদ্যোগে বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’। উক্ত কনসার্টে সংগীত পরিবেশন করেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

এরই প্রেক্ষিতে “জীবনের ঝুঁকি নিয়ে আতিফ আসলামের কনসার্টে এসেছিলেন সাদ্দাম ও ইনান” শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। উক্ত ফটোকার্ডে যুক্ত ছবিতে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ঘটনা সত্যি কিনা তা জানতে চেয়েও ফটেকার্ডটি শেয়ার করেছেন অনেকে।

এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগের সাদ্দাম ও ইনান জীবনের ঝুঁকি নিয়ে আতিফ আসলামের গত ২৯ নভেম্বরের কনসার্টে এসেছিলেন শীর্ষক দাবিতে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো এবং আতিফ আসলামের সাথে সাদ্দাম-ইনানের পুরোনো ছবি ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে এবং আলোচিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩০ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে। এছাড়া ফটোকার্ডটিতে আতিফ আসলামের সাথে সাদ্দাম-ইনানের তোলা একটি ছবিও যুক্ত করা হয়েছে।

ফটোকার্ডটিতে থাকা তারিখের সূত্র ধরে যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্যের সন্ধান পাওয়া যায়নি।

তাছাড়া, যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের  পার্থক্য লক্ষ্য করা যায়। পাশাপাশি উক্ত ফটোকার্ডের ডিজাইনের সাথে যমুনা টিভির ফটোকার্ডের ভিন্নতা রয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

যমুনা টিভি এমন ফটোকার্ড প্রকাশ না করলেও আলোচিত ফটোকার্ড ব্যবহৃত ছবিটির উৎস জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম।

ছবির উৎস যাচাই

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে মোঃ সিরাজুল ইসলাম আকাশ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২০ এপ্রিল “Atif Aslam – Hussain Saddam – Sheikh Enan” ক্যাপশনে প্রকাশিত পোস্টে (আর্কাইভ) একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner 

উক্ত পোস্টে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ব্লুজ কমিউনিকেশন নামক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে গত ১৮ ও ১৯ এপ্রিল দুইদিন ব্যাপী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত কনসার্টে ১৯ এপ্রিল গান পরিবেশন করেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম।

অর্থাৎ আতিফ আসলামের সাথে সাদ্দাম-ইনানের এই ছবিটি গত এপ্রিল মাসে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন।

সুতরাং, জীবনের ঝুঁকি নিয়ে আতিফ আসলামের কনসার্টে এসেছিলেন সাদ্দাম ও ইনান শীর্ষক দাবিটি মিথ্যা এবং  যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img