আজ বিকেলে ইন্ডিপেনডেন্ট টিভির একটি হেডলাইনকে কেন্দ্র করে ভাইরাল হয় এই বিষয়টি, যেখানে দাবী করা হয় ” বাতিল হতে পারে HSC পরীক্ষা এবং SSC অনুযায়ী জিপিএ দেয়া হবে ” ।
তবে, ভাইরাল হওয়া এই দাবীটি সম্পূর্ণ গুজব । মূলত ইন্ডিপেনডেন্ট টিভির একটি ভিন্ন হেডলাইন এডিট করে এই ভূয়া দাবীটির উৎপত্তি হয়।
সঠিক তথ্য হলো : HSC পরীক্ষা বাতিলের বিষয়ে শিক্ষামন্ত্রনালয় থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এবং কোনো গনমাধ্যমেও এই ভূয়া নিউজ সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি ।
অর্থাৎ, ফেসবুকে ভাইরাল হওয়া HSC বাতিল নিয়ে এই দাবি টি সম্পূর্ণ গুজব ।
[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বাতিল হতে পারে HSC পরীক্ষা, SSC অনুযায়ী দেয়া হবে জিপিএ
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]