মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ২০৫০ পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভুয়া

সম্প্রতি, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ” শীর্ষক শিরোনামে স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন পদে ২০৫০ জন নিয়োগ প্রদানের একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

নিয়োগ

ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই বিজ্ঞপ্তির একটি ভাইরাল পোস্টে ৩০ হাজার এর অধিক একাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে ৬ হাজারের বেশি মন্তব্য এবং তিন হাজারের অধিক শেয়ার হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য বিভাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি বরং এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। 

অনুসন্ধানের শুরুতেই Uhafpc নামের যে ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচারিত হয় সেটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

পর্যবেক্ষণে দেখা যায়, উক্ত পেজ থেকে একই বিজ্ঞপ্তি দিয়ে দুইটি পোস্ট করা হয়েছে। প্রথমটি গত ২০ মার্চ  এবং দ্বিতীয় গত ২০ আগস্ট

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র হিসেবে গত ১৭ আগস্ট তারিখের দৈনিক নয়াদিগন্ত এর চতুর্থ পৃষ্ঠা এবং দৈনিক ভোরের পাতার পঞ্চম পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। 

তবে Uhafpc নামের ফেসবুক পেজে উক্ত বিজ্ঞপ্তিটি প্রথম পোস্ট করা হয় গত ২০ মার্চ। যা সূত্রে উল্লেখিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অন্তত পাঁচ মাস আগের৷ 

এছাড়া, গত ১৭ আগস্ট দৈনিক নয়াদিগন্ত এর প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে এসংক্রান্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এছাড়া গত ১৭ আগস্ট ভোরের পাতার প্রিন্ট সংস্করণ প্রকাশিত হয়নি। এমনকি গণমাধ্যম দুইটির ওয়েবসাইটেও এসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। তব ওয়েবসাইটটিতে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ” সংক্রান্ত আলোচিত এই বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img