চলমান বন্যা পরিস্থিতিতে সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়িসহ দেশের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। উক্ত এলাকাসমূহে আটকে পড়া মানুষদের সাহায্য করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন উদ্ধারকর্মী দল কাজ করছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার অভিজানের ভিডিও দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বন্যার্তদের উদ্ধার অভিযানে নামা সেনা সদস্যদের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের চলমান বন্যার ঘটনার নয় বরং বাংলাদেশে সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার আগ থেকেই আলোচিত ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Dimash Kudaibergen Costa Rica Oficial নামক ফেসবুক পেজে গত ২১ জুন প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উক্ত ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানা না গেলেও ভিডিও প্রকাশের তারিখ থেকে এটা নিশ্চিত যে ভিডিও সম্প্রতি বাংলাদেশে বন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমের দৃশ্য নয়।

সুতরাং,  ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার অভিজানের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img