শেখ হাসিনাকে সাম্প্রতিক সময়ে ‘ডায়নামিক লিডার’ আখ্যায়িত করেননি মাহাথির মোহাম্মদ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার মতো ডায়নামিক লিডার হয় নাকি, বাংলাদেশ উঠে যাচ্ছিল, তা থামিয়ে দেওয়া হয়েছে। এক সময় আমি বাংলাদেশে ঐক্য দেখেছিলাম, আজ তা আর চোখে পড়ে না। দেশটি যেন এক জঙ্গিগোষ্ঠীর হাতে আবদ্ধ হয়ে পড়েছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল। পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় প্রকল্পগুলো তার দৃঢ় নেতৃত্বের পরিচায়ক। উন্নয়নের গতিকে থামিয়ে দেওয়া একটি দেশের জন্য আত্মঘাতী। আমি আশা করি, বাংলাদেশের জনগণ তাদের দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবে।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন : এসময়

এরূপ দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। এছাড়াও, আলোচিত দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টটি বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

এছাড়াও, আলোচিত দাবিটি প্রচারে মাহাথির মোহাম্মদের সাক্ষাৎকারের একটি ভিডিওও সংযুক্ত করে প্রচার করা হয়, যেখানে মাহাথিরকে কারোর বিষয়ে বলতে শোনা যায়, নোবেল পুরষ্কার তার প্রাপ্য। তার ক্ষমতার আকাঙ্খ্যা ছিল না, তিনি শুধু গরীব মানুষদের জন্য কাজ করতে চেয়েছেন/করেছেন। এছাড়াও মাহাথিরকে বাংলাদেশের মানুষ, সরকার ও শেখ হাসিনাকে ‘উৎখাতের’ সময় দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়াসহ নানা বিষয়েও কথা বলতে দেখা যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহাথির মোহাম্মদ সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ‘ডায়নামিক লিডার’ আখ্যায়িত করেননি এবং শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেননি। আলোচিত দাবিটি প্রচারে সংযুক্ত ভিডিওটিতে ড. ইউনূসের প্রশংসা করেছিলেন মাহাথির মোহাম্মদ।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মাহাথির মোহাম্মদের শেখ হাসিনার প্রশংসার করার দাবির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ‘আইটিভি’ এর সাংবাদিক ‘মাহাতির পাশা’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া ও বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের নানা বিষয়েও মতপ্রকাশ করেন। উক্ত সাক্ষাৎকারটির একটি অংশ মূলধারার গণমাধ্যম ‘বিডিনিউজ২৪’ কে প্রদান করা হয়। বিডিনিউজ২৪ সাক্ষাৎকারটির উক্ত অংশ তাদের ইউটিউব চ্যানেলে এবং ওয়েবসাইটে গত ২৪ জুনে প্রকাশ করে।

Comparison : Rumor Scanner

উক্ত সাক্ষাৎকারের ভিডিওটির সাথে আলোচিত দাবিটি প্রচারের ক্ষেত্রে নানা ফেসবুক পোস্টে মাহাথিরের সাক্ষাৎকারের সংযুক্ত ভিডিওটির সাথে তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়। তবে, আলোচিত দাবিতে ভিডিওটি প্রচারের ক্ষেত্রে কিছু কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাদ দেওয়া হয়েছে।

বিডিনিউজ২৪ এ প্রকাশিত মাহাথির মোহাম্মদের উক্ত সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদকে প্রকৃতপক্ষে ড. ইউনূসের প্রশংসা করতে দেখা যায়। ড. ইউনূস সম্পর্কে মাহাথির বলেন, তিনি একজন মহান মানুষ ছিলেন। “তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন কারণ তিনি দরিদ্র মানুষের সহায়তার জন্য কিছু সৃষ্টি করেছিলেন। তিনি ক্ষমতার লোভ করেননি… শুধু দরিদ্রদের জন্য কাজ করতে গিয়েছিলেন।”

উক্ত সাক্ষাৎকারে মাহাথির আরও বলেন, “হাসিনাকে উৎখাতের বিষয়ে জনগণ ঐক্যবদ্ধ, কিন্তু কী ধরনের সরকার গঠন হবে, সে বিষয়ে তারা ঐক্যবদ্ধ নয়। প্রত্যেকে চায় তার নিজের চিন্তাভাবনা-ধারণা পুরো দেশ মেনে নিক, আর এখানেই সমস্যা তৈরি হয়। যারা এক সময় একসঙ্গে ছিল, এখন তাদের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিয়েছে।” 

এছাড়া, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত কিনা জিজ্ঞেস করা হলে মাহাথির উত্তর দেন: “এটাই গণতন্ত্রের সমস্যা। মানুষ সব সময় সেরা লোককে বেছে নেয় না; কখনও কখনও তারা ভুল লোককেও বেছে নেয়।” তিনি আরও যোগ করেন, “কিন্তু যদি বাংলাদেশের মানুষ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, তবে আমি মনে করি তারা একটি ভালো সরকার বেছে নিতে পারবে।”

উক্ত সাক্ষাৎকারে মাহাথিরকে শেখ হাসিনার প্রশংসা করতে বা আলোচিত দাবির অনুরূপ মন্তব্য করতে দেখা যায়নি।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে মাহাথির মোহাম্মদ ‘ডায়নামিক লিডার’ হিসেবে আখ্যায়িত না করলেও বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০১৪ সালের ২ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব একেএম শামীম চৌধুরী জানান [সে সময় বৈঠকে] “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিকসহ বিভিন্ন খাতে উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন মাহাথির মোহাম্মদ।” এছাড়াও, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন নানা সময়ে শেখ হাসিনার নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা মাহাথির মোহাম্মদ করেছেন জানিয়ে নানাসময়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ হতে দেখা যায়।

সুতরাং, সাম্প্রতিক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ‘ডায়নামিক লিডার’ আখ্যায়িত করে শেখ হাসিনার বিষয়ে মাহাথির মোহাম্মদের ভূয়সী প্রশংসা করার দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img