গতকাল সদরঘাটে লঞ্চ ডুবির ঘটনায় ১৩ ঘন্টা পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি সুমন বেপারিকে পুলিশ সদস্য দাবি করে বিষয়টি ভাইরাল করা হয়।
যেখানে উদ্ধারকার্যে উপস্থিত এক পুলিশ সদস্যের সাথে চেহারার সাদৃশ্য থাকায় অনেকে দাবি করেন যে, উদ্ধার হওয়া সুমন ব্যাপারী ই সেই নৌকার উপরে থাকা পুলিশ ।
তবে বিষয়টি সত্য নয় এবং দুইজন আলাদা ব্যক্তি ।
নৌকার উপরে দাঁড়ানো ভাইরাল ছবিটি নিয়ে অনুসন্ধান করে আমরা ব্যক্তিটির আসল পরিচয় জানতে পারি , তার আসল নাম মোঃ আক্কাস এবং তিনি নৌ পুলিশের একজন এএসআই ।
ঢাকা জোনের নৌ পুলিশ সুপার ফরিদুল ইসলাম নিজেও ব্যক্তিটির পরিচয় সম্পর্কে আজ বিভিন্ন গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
অর্থাৎ, উদ্ধার হওয়া ব্যক্তি (সুমন) এবং উদ্ধারকার্যে দায়িত্ব পালন করা সেই নৌ পুলিশ কর্মকর্তা (আক্কাস) আলাদা ব্যক্তি এবং শিরোনামে উল্লেখিত দাবিটি সম্পূর্ণ গুজব ।
[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ১৩ ঘন্টা পানির নিচে থাকা ব্যক্তিটি পুলিশ সদস্য
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]