অন্তত গত ৯ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ছোট শিশু একটি প্ল্যাকার্ড নিয়ে কয়েকজনের পাশে বসে আছে এবং প্ল্যাকার্ডটিতে লেখা রয়েছে, “July CDI”।
উক্ত প্ল্যাকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে “মামুনুল আঙ্কেল এর ছোট্ট মেয়েটা”, “আমরাও একসাথে সকাল বিকাল রাত দুপুর #julycdi #জুলাইচুদি” ইত্যাদি ক্যাপশনে প্রচার করা হয়েছে।

উক্ত ছবি সম্বলিত ফেসবুকে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটির থাকা শিশুটির হাতে থাকা প্ল্যাকার্ডে “July CDI” লেখা ছিল না বরং, “July ঘোষণাপত্র?” লেখা ছিল। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্ল্যাকার্ডে থাকা আসল লেখা “July ঘোষণাপত্র?” সম্পাদনা করে “July CDI” লিখে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ফেসবুক অ্যাকাউন্টে “প্রশ্ন রইলো ইন্টেরিম! | যমুনায় আসো বাংলাদেশ, আরেকটা জুলাই নামুক। আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া আর কোনো সংলাপ নয়।” শীর্ষক ক্যাপশনে গত ৯ মে তারিখে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টটিতে একটি ছবির সংযুক্তি পাওয়া যায়।

উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে প্ল্যাকার্ডের লেখা ব্যতীত বাকী সবকিছুর সাদৃশ্য পাওয়া যায়। এবং প্ল্যাকার্ডটির লেখা হিসেবে “July ঘোষণাপত্র?” লেখা দেখতে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্ল্যাকার্ডটির “ঘোষণাপত্র?” শব্দটি পাল্টে তাতে সম্পাদনা করে “CDI” শব্দটি যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গত ৮ মে রাত ১০টার দিকে বিক্ষোভ শুরু হয়। প্রকৃতপক্ষে উক্ত ঘটনার প্রেক্ষিতে রাফি এরূপ পোস্ট করেন।
এছাড়াও, অনুসন্ধানে জানা যায় উক্ত শিশুর পাশে থাকা ব্যক্তির নাম আলী হোসেন এবং এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানার টিম আলী হোসেনের সাথে যোগাযোগ করে। আলী জানান, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া। রাফি কর্তৃক প্রচারিত ছবিটি আসল এবং তিনি নিজে শিশুর হাতে উক্ত প্ল্যাকার্ডটি দিয়েছিলেন। প্রচারিত আসল ছবিটি রাফি নিজে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
সুতরাং, শিশুর হাতে “July CDI” লেখা সম্বলিত প্রচারিত প্ল্যাকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Khan Talat Mahmud Rafy – Facebook Post
- Statement of Alli Hosan