সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সাথে নায়ক শাকিব খানের আপত্তিকর ভিডিও ফাঁস করলো ৭১ টিভি দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, রুমিন ফারহানার সাথে শাকিব খানের আপত্তিকর ভিডিও দাবিতে কোনো কনটেন্ট প্রকাশ করেনি একাত্তর টিভি এবং প্রচারিত ছবিটিও আসল নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শাকিব খানের ছবির সাথে রুমিন ফারহানার ছবি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷
প্রচারিত ফটোকার্ডে ভিডিও কমেন্টে লেখা থাকলেও, কমেন্ট বক্সে কোনো ভিডিও পাওয়া যায়নি। তাছাড়া, একাত্তর টিভিতেও উক্ত দাবিতে কোনো ভিডিও প্রকাশের প্রমাণ মেলেনি। পরবর্তীতে ছবি দুইটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার।
আলোচিত দাবিতে প্রচারিত শাকিব খানের প্রথম ছবিটি মূল ধারার গণমাধ্যম সময় টিভির ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়৷ উক্ত ছবিটির সাথে প্রচারিত ছবিটির শাকিব খানের সাদৃশ্য পাওয়া যায়। তবে এই ছবিতে শাকিবের পাশে রুমিনকে দেখা যায়নি।

অর্থাৎ, শাকিব খানের ছবির সাথে রুমিন ফারহানার ছবি বসিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত শাকিবের দ্বিতীয় ছবিটি ভারতীয় মুভি নির্মাতা প্রতিষ্ঠান Eskay Movies এর ফেসবুক পেজে ২০১৮ সালের একটি পোস্টে খুঁজে পাওয়া যায়। এই ছবিতেও শাকিব খানের পাশে রুমিন ছিলেন না। ছিলেন ভারতের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অর্থাৎ, শাকিবের সাথে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে শ্রাবন্তির স্থলে রুমিন ফারহানার মুখাবয়ব বসিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং,রুমিন ফারহানার সাথে শাকিব খানের আপত্তিকর ভিডিও দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি দুইটি বিকৃৃত।
তথ্যসূত্র
- Somoy TV Online: আয়ের শীর্ষে শাকিবের ‘রাজকুমার’
- Facebook: Eskay Movies