আজ ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এটি ডাকসুর ইতিহাসে ৩৮তম নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরও নয়। প্রকৃতপক্ষে, এটি গত বছরের সেপ্টেম্বর মাসে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পুরোনো ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Zakir’s BCS specials’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ভিডিওটি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য।

একইদিনে জাগোনিউজ২৪-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওর ১ মিনিট ২১ সেকেন্ড থেকে ১ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গেও আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৪ সেপ্টেম্বর রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সূত্রপাত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবারের জমি-সংক্রান্ত বিরোধ থেকে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সহিংসতায় রূপ নেয়। পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুতরাং, ডাকসু নির্বাচনের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Zakir’s BCS specials: Facebook Post
- Jagonews24: Facebook Post
- Daily Star: বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত শতাধিক