কথিত সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিনের ব্যক্তিগত দৃশ্য দাবিতে অন্তত তিনটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দুটি ভিডিওতে ওই নারীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যায়। অপর এক ভিডিওতে তাকে একটি গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ)।
এ ছাড়া কথিত রুবাইয়া ইয়াসমিনের পাশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
একইসঙ্গে রুবাইয়া ইয়াসমিনকে গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা গেছে দাবিতেও একটি ভিডিও প্রচারিত হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ধূমপান ও মদ্যপান অবস্থার দৃশ্য এবং গাড়ির ভেতরে বসে থাকার দৃশ্যের ভিডিওগুলো রুবাইয়া ইয়াসমিন নামে কথিত কোনো সমন্বয়কের নয়। প্রকৃতপক্ষে এই নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কের অস্তিত্ব মেলেনি। এই কনটেন্টগুলোতে যে নারীকে দেখা যাচ্ছে তার নাম যুথী। এছাড়া, নাহিদ ইসলামের পাশে থাকা ছবির নারী ছাত্রপক্ষের আহ্বায়ক ইসরাত জাহান ইশা এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়া নারী এনসিপি নেত্রী তাসনূভা জাবীন।
এই বিষয়টি নিয়ে অনুসন্ধানে, ‘Mx juthi’ নামের একটি টিকটক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। উক্ত অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে থাকা নারীর চেহারায় মিল পাওয়া যায়।
ধূমপান ও মদ্যপানের দাবিকৃত ভিডিও দুইটিতে যে পোশাকে ওই নারীকে দেখা যায়, ‘Mx juthi’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ঠিক একই পোশাকে আরও দুইটি ভিন্ন ভিডিও (১, ২) পাওয়া যায়। একই নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলেও ওই নারীর একই পোশাক পরিহিত ছবি পাওয়া যায়।

এছাড়া, ওই টিকটক অ্যাকাউন্টে গাড়ির ভেতরে বসে থাকার আলোচিত ভিডিওটির অনুরূপ আরও দুইটি ভিডিও (১,২) পাওয়া গেছে। সেখানেও ওই নারীকে একই গাড়িতে ও একই পোশাকে দেখা যায়।

অর্থাৎ, আলোচিত তিনটি ভিডিওই যুথী নামের ভিন্ন এক নারীর।
তাছাড়া, ‘রুবাইয়া ইয়াসমিন’ নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।
‘Mx juthi’ নামের ওই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়, তিনি কোনো সমন্বয়ক নন এবং নিজেকে শিক্ষার্থী হিসেবেও দাবি করেন না। তার ভাষ্য অনুযায়ী, পাঁচ-ছয় বছর আগেই তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তিনি জানান, মাহি নামের এক বান্ধবী মজার ছলে ভিডিওগুলো ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যদিও পরবর্তীতে ভিডিওগুলো মুছে ফেলা হয়, তবে ততক্ষণে তা ডাউনলোড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এদিকে, নাহিদ ইসলামের পাশে যাকে ‘কথিত রুবাইয়া ইয়াসমিন’ হিসেবে দাবি করা হচ্ছে, তিনি মূলত ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক ইসরাত জাহান ইশা।
অন্যদিকে, গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ভিডিওতে যিনি কথা বলছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তাসনূভা জাবীন।
সুতরাং, যুথী নামের ভিন্ন এক নারীর ব্যক্তিগত ভিডিও ‘রুবাইয়া ইয়াসমিন’ নামে সমন্বয়ক দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mx Juthi: Instagram Profile
- Mx Juthi: TikTok Profile
- ইসরাত জাহান ইশা: Facebook Post
- DBC: Video