বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

ক্যান্সারে মারা যাওয়া অ্যান কি ডেভিড মিলারের মেয়ে?

সম্প্রতি “ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ডেভিড মিলারের ছোট মেয়ে মারা গেছে” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন আজকের পত্রিকা

ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মেয়েটি ডেভিড মিলারের ছোট মেয়ে নয় বরং সে ডেভিড মিলারের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে ও ডেভিড মিলারের ভক্ত।

তথ্যটির সত্যতা যাচাইয়ে ডেভিড মিলারের ইনস্টাগ্রাম একাউন্ট ঘুরে দেখা যায়, তিনি গত ৮ অক্টোবর তার একাউন্টে “RIP you little rockstar” শীর্ষক শিরোনামে ছোট একটি মেয়েকে নিয়ে রিল ভিডিও প্রকাশ করেছেন৷ তবে ভিডিওটির শিরোনামে মেয়েটিকে নিয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম Economictimes এর ওয়েবসাইটে ৯ অক্টোবর “RIP you little rockstar’, South Africa batsman David Miller mourns loss of die-hard fan” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, অ্যান ডেভিড মিলারের মেয়ে নয়। সে তার খুব ঘনিষ্ঠ ও ভক্ত ছিল।

পাশাপাশি খেলাধুলা ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট cricktracker.com এ ৮ অক্টোবর “David Miller’s young fan passes away ahead of 2nd ODI against India, he shares pics” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, ডেভিড মিলারের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে অ্যান। সে ৮ অক্টোবর, শনিবার মারা যায়। ডেভিড মিলার তার ইনস্টাগ্রাম একাউন্টে অ্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

একইদিনে অভিষেক কুমার নামে ভারতের একজন ক্রীড়া সাংবাদিক তার ভ্যারিফাইড টুইটার একাউন্টে অ্যানের মৃত্যুতে ডেভিড মিলারের পোস্ট সম্পর্কে টুইট বার্তায় জানান, “অ্যান ডেভিড মিলারের মেয়ে নয়। মানুষ অ্যানের মৃত্যুকে ডেভিড মিলারের মেয়ে মারা গেছে হিসেবে প্রচার করছে। অ্যান মিলারের ভক্ত ছিল, যাকে মিলার অত্যন্ত ভালোবাসতো। কিন্তু অ্যান ক্যান্সারের কাছে হেরে গেল।”

এছাড়া খেলোয়াড়দের নিয়ে কাজ করা সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সংবাদ প্রতিষ্ঠান Sports Breeze তাদের ইনস্টাগ্রাম একাউন্টে ডেভিড মিলারের একটি কমেন্টকে উদ্ধৃত করে জানায়, অ্যান ডেভিড মিলারের মেয়ে নয়।

একইসাথে তারা অ্যানকে পূর্বে ডেভিড মিলারের মেয়ে হিসেবে উল্লেখ করায় এই পোস্টে দুঃখ প্রকাশও করে।

মূলত, অ্যান ডেভিড মিলারের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে ও ডেভিড মিলারের ভক্ত। সে দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে গত ৮ অক্টোবর মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ডেভিড মিলার তার ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট দেন৷ এই পোস্টে তিনি বিস্তারিত কোনো তথ্য না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে তার পোস্টটিকে কেন্দ্র করে প্রচার করা হয় যে, ভারত সফররত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড় ডেভিড মিলারের ছোট মেয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে।

প্রসঙ্গত, ভারত সফররত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম ব্যাটার ডেভিড মিলারের ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্বস্ত সূত্রে ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না। তবে অধিকাংশ গণমাধ্যমের তথ্যানুযায়ী, ৩৩ বছর বয়সী এই ব্যাটার এখনো অবিবাহিত। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে

সুতরাং, ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ডেভিড মিলারের ছোট মেয়ে মারা গেছে শীর্ষক দাবিতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img