সম্প্রতি ঢাকা মেট্রোরেলে মোবাইল টেলিকম কোম্পানি গ্রামীণফোনের বিজ্ঞাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, মেট্রোরেলে একচ্ছত্র গ্রামীণফোনের বিজ্ঞাপন চলছে। অর্থাৎ, দাবিটা এমন যে, গ্রামীণফোনই এককভাবে মেট্রোরেলে বিজ্ঞাপন দিচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্রামীণফোনই এককভাবে মেট্রোরেলে বিজ্ঞাপন দিচ্ছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং আরো একাধিক কোম্পানির বিজ্ঞাপন মেট্রোরেল এবং মেট্রোর স্টেশনগুলোতে প্রদর্শিত হচ্ছে বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।
এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাত সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, অন্তত ১৫ নভেম্বর থেকে এই দাবিটি ফেসবুকে প্রচার হচ্ছে। এই তারিখের সূত্রে অনুসন্ধানে সেদিন এবং এর আগের দিনগুলোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ব্যক্তির পোস্ট খুঁজে বের করেছে রিউমর স্ক্যানার৷ এসব পোস্টদাতা ব্যক্তিরা মেট্রোরেলে ভ্রমণের পর সেখানকার ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এসব পোস্টের ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, মেট্রোরেলের ভেতরে এবং স্টেশনগুলোতে অন্যান্য কোম্পানি যেমন রবি, ডাচ-বাংলা ব্যাংক, রাঁধুনি, ঢাকা ব্যাংক ইত্যাদির বিজ্ঞাপনও রয়েছে।
এ বিষয়ে জানতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, মেট্রোরেলের বিভিন্ন স্থাপনায় শুধু গ্রামীণফোনই নয়, অন্যান্য প্রতিষ্ঠান যেমন রবি, কনকা, শাহ সিমেন্ট, রুচি, সেনোরা, জয়া ইত্যাদি পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, এই বিষয়টি গুজব। গ্রামীণফোনের বিজ্ঞাপনের পরিমাণ পূর্বের মতোই রয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানও নিয়মিত বিজ্ঞাপন প্রচার করছে।
সুতরাং, ঢাকার মেট্রোরেলে গ্রামীণফোনের একচ্ছত্র বিজ্ঞাপন থাকার যে দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।