গত ১৬ অক্টোবর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে ভুলবশত ভোট দিয়েছে ইসরায়েল শীর্ষক একটি দাবি গণমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার৷
উক্ত দাবিতে প্রচারিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দেশ টিভি (ফেসবুক)।
একই দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভুলবশত ভোট দেয়নি ইসরায়েল বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তৎকালীন প্রেসিডেন্ট ভুলবশত ইসরায়েলের নাম উচ্চারণ করে ফেলেন। এছাড়া, এটি ভোটের সময় নয় বরং রাশিয়া কর্তৃক যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপনের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দেশটিভি’র ভিডিও প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখেছি আমরা।
ভিডিওর ১ মিনিট ১৮ সেকেন্ড সময়ে বলা হচ্ছিল, গাজায় অস্ত্র বিরতির জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ চার দেশ। এর ফলে অস্ত্র বিরতির প্রস্তাব পাশ হয়নি পরিষদে। এদিকে পশ্চিমাদের হাতে জাতিসংঘ জিম্মি বলে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। তবে এই বৈঠকে অস্ত্র বিরতি ইস্যুতে ভুলবশত নিজেদের বিপক্ষেই ভেটো দিয়ে বসে ইসরায়েল। ইসরায়েলের প্রতি একাত্মতা প্রকাশে বুধবার তেল আবিব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।…”
এ সময় এক ব্যক্তিকে ইসারয়েলসহ কয়েকটি দেশের নাম বলতে দেখা যায়।
পরবর্তীতে জাতিসংঘের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৭ অক্টোবর “Security Council rejects Russian resolution on Gaza – Security Council | United Nations (full)” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এই অধিবেশনে রাশিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। সেই খসড়া প্রস্তাবটি উত্থাপনের সময় যেসকল দেশ এর পক্ষে দাঁড়ায় তাদের নাম উল্লেখ করেন এক ব্যক্তি। দেশের নামগুলো উচ্চারণ করতে গিয়ে তিনি ইসরায়েল নামও বলে ফেলেন। তবে পাশে থাকা একজন তাকে কিছু একটা বলেন তখন। এরপরই তিনি জানান, তিনি ভুলে ইসরায়েলের নাম উচ্চারণ করেছেন। ফিলিস্তিনের পক্ষে একাত্মতা প্রকাশকারী দেশের তালিকায় ইসরায়েলের নাম নেই।
অধিবেশনে বক্তব্য দেওয়া এই ব্যক্তির নাম সার্জিও ফ্রাঙ্কা দেনেসা। গত অক্টোবরে ব্রাজিলের পক্ষে তিনি জাতিসংঘের উক্ত অধিবেশনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিভিন্ন দেশকে মাসভিত্তিক দায়িত্ব দেওয়া হয়ে থাকে। অক্টোবরে এই দায়িত্বে ছিল ব্রাজিল। নভেম্বরে পেয়েছে চীন।
মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায়। এতে দেশ দুইটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়৷ পরবর্তীতে রাশিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সেই খসড়া প্রস্তাবটি উত্থাপনের সময় যেসকল দেশ একাত্মতা প্রকাশ করে তাদের নাম উল্লেখ করার সময় উক্ত অধিবেশনের প্রেসিডেন্ট সার্জিও ফ্রাঙ্কা দেনেসা ভুলবশত ইসরায়েলের নাম উচ্চারণ করেন। পরবর্তীতে তিনি তার ভুল স্বীকার করে বলেন, ফিলিস্তিনের পক্ষে একাত্মতা প্রকাশকারী দেশের তালিকায় ইসরায়েলের নাম নেই। কিন্তু এই ঘটনাকে গণমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভুলবশত ভোট দিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷
সুতরাং, জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাবের সম্মতি দেওয়া দেশের তালিকায় নাম না থাকলেও ইসরায়েলের নাম তৎকালীন অধিবেশনের প্রেসিডেন্ট কর্তৃক ভুলবশত উচ্চারণের ঘটনাকে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল ইসরায়েল শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- United Nations: YouTube Video
- Rumor Scanner’s own investigation