শুক্রবার, মে 23, 2025

ডিপফেকের কবলে রুমিন ফারহানা, ব্যবহার হলো ভারতীয় অভিনেত্রীর ভিডিও 

চলতি বছরের এপ্রিল মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কল শেষে দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা নেচে উল্লাস করছেন দাবিতে একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ডিপফেকের কবলে

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের সাথে ভিডিও কলে কথা বলার পর রুমিন ফারহানার নেচে উল্লাস করার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। বরং, এটি ডিপফেক প্রযুক্তির সাহায্যে  তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে আলোচিত ভিডিওতে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান তাম্মা তাম্মা গানটি বাজতে শোনা যায়। পাশাপাশি ভিডিওর রুমিন ফারহানার মুখাবয়বের সাথে দেহের বাকি অংশের বেশ অসামঞ্জ্যতাও লক্ষ্য করা যায়। 

পরবর্তীতে মূল ভিডিওটির উৎস অনুসন্ধানে গানটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Dance With Madhuri নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৪ অক্টোবর Tamma Tamma | Dance Choreography by Madhuri Dixit | DWM শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওতে বাপ্পী লাহিড়ীর একই গানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত নৃত্য প্রদর্শন করছেন। এছাড়াও লক্ষ্য করা যায়, মাধুরীর পরিহিত পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং বেশকিছু জায়গার নাচের স্টেপের সাথে আলোচিত ভিডিওতে দেখানো রুমিন ফারহানার পোশাক, স্টেপ এবং ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে দুটো ভিডিওতে থাকা মাধুরী এবং রুমিন ফারহানার মুখাবয়বের তুলনামূলক বিশ্লেষণ করে বোঝা যায় যে, মাধুরী দীক্ষিতের ভিডিওটিতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় তার মুখাবয়ব পরিবর্তন করে তাতে রুমিন ফারহানার মুখাবয়ব সংযোজন করে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।  

ডিপফেক হল বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়। ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব যা তিনি নিজে বলেননি বা করেননি।

মূলত, ভারতীয় শিল্পীদের সমন্বয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে একটি অনলাইন নাচের প্রশিক্ষণ বিষয়ক চ্যানেল রয়েছে। চ্যানেলটির নাম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিতের নামে নামকরণ করে Dance woth Madhuri রাখা হয়। উক্ত চ্যানেলটিতে ২০১৮ সালেবেশ কয়েকবছর আগে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী প্রয়াত বাপ্পী লাহিড়ী জনপ্রিয় গান ‘তাম্মা তাম্মা’-র সাথে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিতের নৃত্য পরিবেশনের একটি  ভিডিও প্রচার করা হয়। সম্প্রতি, উক্ত ভিডিওটিতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে মাধুরীর মুখাবয়বের স্থলে রুমিন ফারহানার মুখাবয়ব বসিয়ে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কল শেষে রুমিন ফারহানা নেচে উল্লাস করছেন’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কল শেষে রুমিন ফারহানা নেচে উল্লাস করছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img