সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার কাজের ছবি দাবিতে পুরোনো ছবি প্রচার

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্তদের উদ্ধারে বন্যা কবলিত এলাকাগুলোতে নেমেছেন দাবিতে কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

সেনাবাহিনী

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বন্যার্তদের উদ্ধার অভিযানে নামা সেনা সদস্যদের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর অন্তত তিনটি ছবি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, উক্ত ছবিগুলোর একটি ২০১৮ সালে মৌলভিবাজারে এবং একটি ২০২২ সালে সুনামগঞ্জে তোলা হয়। এছাড়াও আরেকটি ছবি ২০২২ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। 

ছবি যাচাই ১

Screenshot: Facebook

আলোচিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এর অফিশিয়াল ফেসবুক পেজে ২০১৮ সালের ১৯ জুনে “ঈদের ছুটি উপেক্ষা করে মৌলভিবাজারে বন্যা দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত পোস্টে ব্যবহৃত কয়েকটি ছবি পর্যলোচনা করে দেখা যায়, সাম্প্রতিক বন্যায় সেনাবাহিনীদের উদ্ধার অভিযানের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর একটি সাথে পোস্টটিতে ব্যবহৃত একটি ছবির হুবহু মিল রয়েছে। এছাড়াও ছবিটির শিরোনাম থেকে জানা যায়, সেসময় ঈদের ছুটি উপেক্ষা করে সেনাসদস্যরা মৌলভিবাজারে বন্যা দুর্গতদের সহায়তায় মাঠে নামেন।

Image Comparison by Rumor Scanner

ছবি যাচাই ২

Screenshot: Facebook

আলোচিত দাবিতে প্রচারিত আরেকটি ছবির সূত্র অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইংরেজি দৈনিক Daily Observer এর ওয়েবসাইটে  ২০২২ সালের ২২ জুন Overall flood situation looks grim Sylhet, Sunamganj show signs of recovery শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর একটির হুবহু মিল পাওয়া যায়। ছবিটিতে কয়েকজন সেনা সদস্য ও সাধারণ জনতার সাথে একজন নারী সেনা সদস্যকে একটি বাচ্চা কোলে নিয়ে হেটে যেতে দেখা যায়। এছাড়াও জানা যায়, ছবিটি সেসময় সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে তোলা হয়েছিল।

Image Comparison by Rumor Scanner

ছবি যাচাই ৩

Screenshot: Facebook

পরবর্তীতে আরেকটি ছবি অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Foridul Islam Nirzon নামের একটি ফেসবুক আইডি থেকে ২০২২ সালের ২০ জুন করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। 

Screenshot: Facebook

পোস্টটিতে সাম্প্রতিক বন্যায় সেনাবাহিনীর উদ্ধান অভিযানের ছবি দাবিতে প্রচারিত আরেকটি ছবি দেখতে পাওয়া যায়। যা থেকে স্পষ্ট যে, উক্ত ছবিটিও বর্তমান বন্যার নয়।

Image Comparison by Rumor Scanner

অর্থাৎ, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার অভিযানের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর অধিকাংশই পুরোনো।

উল্লেখ্য, বর্তমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের উদ্ধার কাজে গত থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়। উক্ত উদ্ধার অভিযানের বেশ কয়েকটি ছবি বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

সুতরাং, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমের ছবি দাবিতে পুরোনো ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img