সম্প্রতি, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর প্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে শেখ হাসিনার নির্দেশে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে লিখা রয়েছে, বিশ্বমানবতার জননী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর সারা দেশে জামায়াত-বিএনপির দোসররা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। ভাঙচুর, অগ্নি-সংযোগ, লুটপাটের শিকার হয়েছে মন্ত্রী, এমপি থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীদের বাসা-বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান। এতে মনোবল হারিয়ে ফেলেছে তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীরা। বিরাজমান পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা বা তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় কারো পক্ষেই দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয়। এমতাবস্থায়, দলকে পুনর্গঠন করতে ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে।
আহ্বায়ক: মো: আবদুল হামিদ
সদস্য সচিব: সেলিনা হায়াৎ আইভী
ফেসবুকে প্রচারিত এমন বিজ্ঞপ্তি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মো: আবদুল হামিদকে আহ্বায়ক এবং সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। বরং আলোচ্য দাবিতে আওয়ামী লীগের নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।
অনুসন্ধানে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, মিডিয়া সেলের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। তবে গত ৬ সেপ্টেম্বর তাদের পেজে প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। যেখানে তাদের পক্ষ থেকে আলোচিত অন্তর্বর্তীকালীন কমিটির প্রেস বিজ্ঞপ্তিটিকে গুজব বলে জানানো হয়। মূলত দলের নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টির জন্যে এমন গুজব ছড়ানো হচ্ছে বলে পোস্টটিতে দাবি করা হয়।
সুতরাং, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলটিকে গতিশীল রাখতে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Awami League Facebook Page Post
- Rumor Scanner’s Own Analysis