সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সদস্য গান গাচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সেনা সদস্যদের গান গাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, প্রযুক্তির সহায়তায় সেনা সদস্যদের গান গাওয়ার একটি ভিডিওটিতে আলোচিত গানের অডিও যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১২ সেপ্টেম্বর মজার কিছু সময় বাংলাদেশ সেনাবাহিনী #army #tranding #foryou #armylover #military #bd শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই একই সেনা সদস্যদের দেখতে পাওয়া যায়। এছাড়াও উভয় ভিডিওর মাঝেই ‘আজ গরীব বলে’ শীর্ষক লেখাটি দেখতে পাওয়া যায়। তবে ভিডিওটির কোথাও সেনা সদস্যদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কোনো গান গাইতে শোনা যায়না। বরং, কুঁড়েঘর ব্যান্ডের ‘ব্যাচেলর’ গানটি গাইতে শোনা যায়।
সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সেনা সদস্যদের গান গাওয়ার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- বাংলাদেশ সেনাবাহিনী Youtube Channel: মজার কিছু সময় বাংলাদেশ সেনাবাহিনী #army #tranding #foryou #armylover #military #bd
- Rumor Scanner’s Own Analysis