গত ৮ জুন কনটেন্ট ক্রিয়েটর কামরুল হাসান চৌধুরী ওরফে আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরা পার্সন রবিউল আজিম তনু স্যুটিং চলাকালীন দুর্ঘটনায় কবলিত হয়ে মারা যায়। এর প্রেক্ষিতে রবিউল আজিম তনুর জানাজার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কামরুল হাসান চৌধুরী ওরফে আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরা পার্সন রবিউল আজিম তনু এর জানাজার নয়। বরং ভিডিওটি আলামীন খান নামের কুমিল্লার লাকসাম উপজেলার একজন ব্যক্তির। যিনি সৌদি আরবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম Dhaka Post এর ওয়েবসাইটে গত ৯ জুন বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তনু শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৮ জুন রাত ১১ টার দিকে সাতক্ষীরার কলারোয়া গোপিনাথপুর পেট্রোল পাম্পে রবিউল আজিম তনুর জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এছাড়াও প্রতিবেদনটিতে ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। যেখানে আজিমের জানাজার ভিডিও দেখতে পাওয়া যায়।
আজিমের জানাজা রাতের সময় হলেও আলোচিত ভিডিওটিতে দিনের বেলার ফুটেজ দেখতে পাওয়া যায়। পাশাপাশি উভয় ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়।
পরবর্তীতে দাবিটির বিষয়ে অনুসন্ধানে Abiha Mim নামের একটি পেজের প্রচারিত আলোচিত ভিডিওটির মন্তব্যের ঘরে RN RO B IN নামের একজন ব্যক্তির একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। তিনি দাবি করেন ভিডিওটি আজিমের জানাজার নয় বরং এটি তার বন্ধুর ভাইয়ের জানাজার ভিডিও।
বিষয়টির সত্যতা যাচাইয়ে পরবর্তীতে RN RO B IN নামের উক্ত ব্যক্তি সাথে রিউমর স্ক্যানার যোগাযোগ করলে তিনি জানান, ভিডিওটি সাব্বির আহমেদ শুভ নামের তার এক বন্ধুর ভাই আলামীন খানের জানাজার ভিডিও। যিনি সৌদি আরব প্রবাসী ছিলেন এবং সম্প্রতি সেখানেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তাদের পৈত্রিক নিবাস কুমিল্লার লাকসাম উপজেলায়।
পাশাপাশি তিনি রিউমর স্ক্যানারকে আলামীন খানের জানাজার ভিডিওটিও সরবরাহ করেন। যেটি সাব্বির আহমেদ শুভ তার ফেসবুক আইডিতে গত ৬ জুন অর্থাৎ, রবিউল আজিম তনু মারা যাওয়ার দুইদিন আগে প্রচার করেন।
অর্থাৎ, আলামীন খান নামের এক সৌদি প্রবাসীর জানাজার ভিডিওকে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরা পার্সন রবিউল আজিম তনুর জানাজার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।
মূলত, গত ৮ জুন সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে ছাদ খোলা প্রাইভেটকারে চড়ে ভিডিও করার সময় লোহার পাইপের সঙ্গে আঘাত লেগে মৃত্যুবরণ করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুল হাসান চৌধুরী ওরফে আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরা পার্সন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল আজিম তনু। সেদিনই রাত ১১টার দিকে নিজ গ্রাম সাতক্ষীরা কলারোয়া গোপিনাথপুরের একটি পেট্রোল পাম্পে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাকে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। এর প্রেক্ষিতে রবিউল আজিম তনুর জানাজার ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আজিমের জানাজার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি কুমিল্লার লাকসাম উপজেলার আলামীন খান নামের একজন ব্যক্তির জানাজার ভিডিও। সৌদি প্রবাসী আলামীন খান অসুস্থ হয়ে বিদেশের মাটিতেই মারা যায়। তার লাশ হস্তান্তর থেকে শুরু করে দাফন করা পর্যন্ত প্রতিটি পর্যায় নিয়ে তার ভাই সাব্বির আহমেদ শুভ ফেসবুকে একটি ভিডিও প্রচার করেন। উক্ত ভিডিও থেকে আলোচিত ক্লিপটি সংগ্রহ করে রবিউল আজিম তনুর জানাজার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, আলামীন খান নামের এক সৌদি প্রবাসীর জানাজার ভিডিওকে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরা পার্সন রবিউল আজিম তনুর জানাজার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhaka Post Website: বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তনু
- Dhaka Post Youtube Channel: বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তনু | Satkhira | Dhaka Post
- Sabbir Ahmed Shuvo Facebook Account: RIP alamin khan কলিজার বড় ভাই😭😭
- Rumor Scanner’s Own Analysis