গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত সরকারের গোপন বন্দিশালা থেকে মুক্তি পান সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী। মুক্তি পরবর্তী গত ০৩ সেপ্টেম্বর বন্দী জীবনের অভিজ্ঞতা ও তার নানা ইচ্ছার কথা তুলে ধরেন। এসময় বাংলাদেশের বর্তমান জাতীয় সংগীতকে ‘স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থি’ উল্লেখ করে তা পরিবর্তনের দাবি জানান তিনি। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সমবেত কণ্ঠে জাতীয় সংগীত’ – এর আয়োজনের কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। তবে পরবর্তীতে এই আয়োজন বিভিন্ন কারণে স্থগিত করা হয়। এরই প্রেক্ষিতে, শ্রীমঙ্গলে গত ৫ সেপ্টেম্বর সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের আয়োজন হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি আলোচিত দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি ১৮ লক্ষ বার দেখা হয়েছে এবং ভিডিওতে ১ লক্ষ ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া, ১০ হাজার ২ শতবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শ্রীমঙ্গলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের আয়োজনের এই ভিডিওটি গত ৫ সেপ্টেম্বরের নয় বরং গত আগস্ট মাসে শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের আন্দোলনের সময় জাতীয় সংগীত গাওয়ার ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে Badhan Acharjee নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ আগস্ট তারিখে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর স্থান ও পারিপার্শ্বিক বিষয়ের সাথে সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি গত ১২ আগস্ট সিলেট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের আন্দোলনের সময় জাতীয় সংগীত গাওয়ার ভিডিও।
একই দিনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
অনলাইন গণমাধ্যম একুশে সংবাদ এ গত ১২ আগস্ট “শ্রীমঙ্গলে বিভিন্ন সনাতনি সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানপাঠ, বাড়িঘর ও মন্দির ভাংচুর, লুঠপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গত ১২ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সনাতনী সংগঠন।
তবে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ করেও গত ৫ সেপ্টেম্বরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনের কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অধিকতর তথ্য নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে জাতীয় দৈনিক প্রথম আলো’র শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর শ্রীমঙ্গলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের কোনো আয়োজন হয়নি।
আলোচিত ভিডিওটি তার সাথে শেয়ার করা হলে তিনি জানান, এটি গত ১২ আগস্ট শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার ভিডিও।
একই বিষয়ে দৈনিক দেশ রূপান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি অনির্বাণ সেনগুপ্ত জানান, গত ৫ সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কোনো আয়োজন হয় নি।
উল্লেখ্য, সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো গত ০৬ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করলেও পরবর্তীতে নিরাপত্তার কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
সুতরাং, গত ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনের দাবিতে গত ১২ আগস্টের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Badhan Acharjee – Facebook Post
- Ekushey Sangbad – শ্রীমঙ্গলে বিভিন্ন সনাতনি সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- Bdnews24 – নিরাপত্তাজনিত কারণে’ সিলেটে হল না সমবেত কণ্ঠে জাতীয় সংগীত
- Statement from Shimul Tarafdar
- Statement from Anirban Sengupta