আফগানিস্তানে ছাত্রদের দ্বারা নির্মিত ২শত কিলোমিটার এক্সপ্রেসওয়ের ছবি দাবিতে স্পেনের পুরোনো ছবি প্রচার

সম্প্রতি, ‘আফগানিস্তানের কুন্দুজ থেকে জালালাবাদ পর্যন্ত ২ শত কিলোমিটার অত্যাধুনিক এক্সপ্রেসওয়ের কাজ সাম্প্রতিক সময়ে ছাত্ররা সম্পন্ন করেছে’ দাবিতে একটি রাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আফগানিস্তানের কুন্দুজ থেকে জালালাবাদ পর্যন্ত ২ শত কিলোমিটার অত্যাধুনিক এক্সপ্রেসওয়ের কাজ সাম্প্রতিক সময়ে ছাত্রদের করার দাবিতে রাস্তার যে ছবিটি প্রচার করা হচ্ছে তা আফগানিস্তানের নয়। প্রকৃতপক্ষে, ছবিটি স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের অটোভিয়া দেল অলিভার নামের একটি রাস্তার।

ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Driftwood Journals নামের একটি ওয়েবসাইটে ২০১৮ সালের ৪ অক্টোবর  Spain’s 10 Most Scenic Road-Trip Routes ~ A Windows Down Guide শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফিচার প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner 

ফিচার প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনে থাকা একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত রাস্তার ছবিটির হুবহু মিল রয়েছে।

এছাড়াও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, এটি মূলত স্পেনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন কিছু রাস্তা নিয়ে যেখানে গাড়ি নিয়ে দারুণ একটি রোড ট্রিপ দেওয়া যেতে পারে। সেই রাস্তাগুলোর মধ্যে আলোচিত ছবিটির সাথে সাদৃশ্যপূর্ণ আন্দালুসিয়ার জলপাই বাগানে ঘেরা অটোভিয়া দেল অলিভার নামক রোডটি অন্যতম।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জনপ্রিয় উন্মুক্ত বিশ্বকোষ Wikipedia এর ওয়েবসাইটে ২০০৭ সালের ২৫ নভেম্বর File:Autovia olivar.jpg শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ছবি খুঁজে যায়। উক্ত ছবিটির সাথেও আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে। 

Image Comparison by Rumor Scanner 

এছাড়াও উক্ত ছবির সাথে প্রদত্ত মেটাডেটা থেকে জানা যায়, ছবিটি অটোভিয়া দেল অলিভার নামক মহাসড়কের। যা ফারনান্দো আলদা ক্যালভো নামের একজন ফটোগ্রাফার ২০০৬ সালের ১০ অক্টোবর তুলেছেন।

তাছাড়া, lacontradejaen নামের স্পেন ভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ২০২০ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫ বছরের অপেক্ষার পর অবশেষে স্পেনের অলিভার হাইওয়ে তৈরির কাজ শেষ হয়েছে এবং এই রাস্তার কাজ ২০০৫ সালে শুরু হয়েছিল।

পরবর্তী অনুসন্ধানে সম্প্রতি আফগানিস্তানে কুন্দুজ থেকে জালালাবাদ পর্যন্ত ২ শত কিলোমিটারের অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণের কোনো কাজ হয়েছে কিনা এবং তার সাথে সে দেশের শিক্ষার্থীরা যুক্ত আছেন কিনা জানতে বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই।

মূলত, ২০০১ সালের পর পুনরায় ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসে তালিবান। দীর্ঘ সংগ্রামের পর দেশটিতে শাসন ক্ষমতা ফিরে পাওয়ার পর দেশের সকল পর্যায়ে নতুন আইন প্রণয়ন শুরু করা হয়। যার কিছু কিছু ব্যাপক সমালোচিত হলেও কিছু কর্মকাণ্ড সমাদৃতও হয়েছে। তবে সম্প্রতি, আফগানিস্তানের কুন্দুজ থেকে জালালাবাদ পর্যন্ত ২ শত কিলোমিটার অত্যাধুনিক এক্সপ্রেসওয়ের কাজ সাম্প্রতিক সময়ে দেশটির ছাত্ররা সম্পন্ন করেছে এমন দাবিতে একটি রাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত রাস্তার ছবিটি আফগানিস্তানের সাম্প্রতিক সময়ে নির্মিত কোনো রাস্তার ছবি নয়। ছবিটি মূলত স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের অটোভিয়া দেল অলিভার নামের একটি রোডের। তাছাড়া এই ছবিটি প্রায় ১৬ বছর আগের।

সুতরাং, ‘আফগানিস্তানের কুন্দুজ থেকে জালালাবাদ পর্যন্ত ২ শত কিলোমিটার অত্যাধুনিক এক্সপ্রেসওয়ের কাজ সাম্প্রতিক সময়ে ছাত্ররা সম্পন্ন করেছে’ দাবিতে স্পেনের একটি রাস্তার পুরোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img