ছাত্রলীগকে জড়িয়ে সময় টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

দাবি: “ভাড়া করেও লোক পাচ্ছে না ছাত্রলীগ” শীর্ষক তথ্যে বা শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম সময় টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “ভাড়া করেও লোক পাচ্ছে না ছাত্রলীগ” শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভি কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে সময় টিভির ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। সময় টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে সময় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের পার্থক্যও রয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

সুতরাং, “ভাড়া করেও লোক পাচ্ছে না ছাত্রলীগ” শীর্ষক তথ্য বা শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img