সম্প্রতি, “ঢাকায় ফিরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের চমক। নির্বাচন হবে না বললো পিটার হাস” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না সংক্রান্ত কোনো মন্তব্য করেননি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি একটি ভিডিও প্রতিবেদন।
প্রথম ও দ্বিতীয় ভিডিও ক্লিপ যাচাই
আলোচিত ভিডিওটির শুরুতে বাংলা ভিশন এবং চ্যানেল ২৪ এর সংবাদ পাঠের দুইটি ভিডিও ক্লিপ দেখতে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত সূত্র ধরে কিওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে দেখা যায় আলোচিত ভিডিওতে যুক্ত দুটি ভিডিও ক্লিপই গত ২৭ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসে’র ছুটি কাটিয়ে ঢাকা ফেরা নিয়ে বাংলা ভিশন এবং চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকে নেওয়া।


উক্ত দুইটি প্রতিবেদনের কোথাও মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না শীর্ষক কোনো তথ্য বলা হয়নি।
তৃতীয় ভিডিও ক্লিপ যাচাই
আলোচিত ভিডিওটির পরবর্তী অংশে অনলাইন একটিভিস্ট ডঃ ফয়জুল হকের একটি ভিডিও দেখানো হয়। কি ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ২৭ নভেম্বর Dr. Fayzul Huq নামক ইউটিউব চ্যানেলে “পিটার হাঁস ঢাকায়! নাকে খত আওয়ামীলীগের! পতনের ভয়ে কাপছে হাসিনা। ড.ফয়জুল হক Dr.Fayzul Huq peter haas” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটিতে তিনি পিটার হাস এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ভিডিওটির কোথাও পিটার হাস নির্বাচন হবে না বলেছেন সংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ পাওয়া যায়নি।
চতুর্থ ও পঞ্চম ভিডিও ক্লিপ যাচাই
আলোচিত ভিডিওটির পরবর্তী অংশে দেখানো ভিডিওগুলোর সূত্র ধরে অনুসন্ধানে গত ২৭ নভেম্বর 1A News এবং Voice Bangla এর ইউটিউব চ্যানেলে একই ভিডিওগুলো খুঁজে পাওয়া যায়।


উক্ত ভিডিওগুলোতে গত ২৭ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা ফেরা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেশে ফেরা বিষয়ক সংবাদ প্রতিবেদনের বিভিন্ন অংশে পড়ে শোনান চ্যানেল দুইটির উপস্থাপক যার সাথে আলোচিত দাবিটির কোনো প্রকার প্রাসঙ্গিকতা খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।
এছাড়া, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গ্রহণযোগ্য সূত্রে আলোচিত দাবির বিষয়ে কেনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছুটি কাটিয়ে গত ২৭ নভেম্বর ঢাকায় ফিরেছেন তিনি। এরই মধ্যে ‘ঢাকায় ফিরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের চমক। নির্বাচন হবে না বললো পিটার হাস’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র পিটার হাস এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় পিটার হাসের ছুটিয়ে কাটিয়ে দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন এবং এই বিষয় নিয়ে অনলাইন এক্টিভিস্টদের আলোচনার কয়েকটি ভিডিও ক্লিপ যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।
সুতরাং, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেট প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- BVNEWS24 : ১২ দিন ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার
- Channel 24 : দেশে ফিরেছেন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। Peter Haas। Channel 24
- Dr. Fayzul Huq : পিটার হাঁস ঢাকায়! নাকে খত আওয়ামীলীগের! পতনের ভয়ে কাপছে হাসিনা। ড.ফয়জুল হক Dr.Fayzul Huq peter haas
- 1A News : পিটার হাস দেশে ফিরলেন- এখন কি হবে?।। 1A News।। The Untold
- Voice Bangla : পিটার হাস দেশে ফিরেছেন আবারও চমকের অপেক্ষা? Mostofa Feroz। Voice Bangla