বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

পদ্মা সেতুর উদ্বোধনীতে বন্ধ থাকা ফেরিঘাটে শিশু মৃত্যুর দাবিটি মিথ্যা

সম্প্রতি মাওয়া – শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় এম্বোলেন্স আটকা পরে,  অক্সিজেনের অভাবে মারা গেলো একজন অসুস্থ শিশু” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পদ্মা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাওয়া-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেনের অভাবে শিশু মারা যাওয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২০২১ সালের করোনাকালীন সময়ে ফেরি চলাচল বন্ধের সময়ের। 

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, Radio Chuadanga নামের একটি ফেসবুক পেজে ২০২১ সালের ১০ মে “মাওয়া-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় অক্সিজেনের অভাবে মারা গেল এক শিশু” শীর্ষক শিরোনামে প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এছাড়া Ashraful Islam নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১০ মে ” মাওয়া-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় অক্সিজেনের অভাবে মারা গেলেন একজন শিশু” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

মূলত, ২০২১ সালে কোভিড সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। সে সময় ফেরিঘাটে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। বর্তমানে সেই ভিডিওটিই পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফেরি বন্ধ থাকায় শিশুটি মারা যাওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ পদ্মা সেতু ব্যবহারে বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করার বক্তব্যটি মিথ্যা

প্রসঙ্গত, ২৫ জুন বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু ঘোষণা উপলক্ষে এর আগে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। নিরাপত্তাজনিত কারণে শুক্রবার, ২৪ জুন বিকেল থেকে এই ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সুতরাং, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img