আজ (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ডাকসু নির্বাচনের আগের রাতে ছাত্রদলের উল্লাসের দৃশ্য এটি।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, গত জানুয়ারিতে অধিভুক্ত সাত কলেজের সাথে সংঘর্ষের মধ্যে ইডেন কলেজের ছাত্রীদের দেখে ঢাবি শিক্ষার্থীদের ‘চুমকি চলেছে’ গান গাওয়ার ভিডিও এটি।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে গত ২৭ জানুয়ারি মূলধারার সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন এর চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, গভীর রাতে জুতা হাতে বের হওয়ার প্রতিবাদে ইডেন কলেজের ছাত্রীদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘চুমকি চলেছে’ গান গাওয়ার দৃশ্য এটি।

একইদিনে জাতীয় দৈনিক কালবেলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারি অধিভুক্ত সাত কলেজের সাথে সংঘর্ষের মধ্যে ইডেন কলেজের ছাত্রীদের দেখে রসিকতায় মজেন ঢাবির শিক্ষার্থীরা। ইডেনের ছাত্রীদের দেখে তারা ‘চুমকি চলেছে’ গানটি গেয়ে ওঠেন। ভিডিওটি সে সময়েরই।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়, গত জানুয়ারির ভিন্ন ঘটনার।
সুতরাং, ডাকসু নির্বাচনের আগের রাতে ছাত্রদলের উল্লাসের দৃশ্য দাবিতে জানুয়ারির ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Bulletin: YouTube Video