সেনাপ্রধানের বিষয়ে পোস্ট করা ফেসবুক অ্যাকাউন্টটি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নয়

গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতিকে দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্ক করে একটি বক্তব্য প্রদান করেন৷ এরই প্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নাম ও ছবি সম্বলিত Hussain Saddam নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ‘প্রিয় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকবৃন্দ, আপনারা এই মুহুর্ত সেনা প্রধানকে প্রতিপক্ষ বানাবেন না প্লিজ। যদি তাঁকে প্রতিপক্ষ বানান তাহলে ধরে নিব, আপনি রাজনীতির ‘র’ লেভেলেও পৌঁছাতে পারেন নি।…..’’ শীর্ষক একটি পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ 

ছাত্রলীগ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বিষয়ে পোস্ট করা ‘Hussain Saddam’ নামের অ্যাকাউন্টটি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আসল ফেসবুক অ্যাকাউন্ট নয় বরং, এটি সাদ্দাম হোসেনের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে পরিচালিত একটি ভুয়া অ্যাকাউন্ট। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টটির সূত্র ধরে সাদ্দাম হোসেনের নামে পরিচালিত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। অ্যাকাউন্টটির বায়োতে ‘ভেরিফাই আইডি ষরযন্ত্র কারীরা নষ্ট করে দেয়। এটি আমার নতুন ID এই ID তে সকলকে স্বাগতম।’ লেখা থাকতে দেখা যায়। এই লেখাটির বানানে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়, যা একটি ছাত্রসংগঠনের সভাপতির অ্যাকাউন্টের বায়ো হওয়ার মতো মানানসই নয়।

Screenshot: Facebook 

পরবর্তীতে, বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে খুঁজে পাওয়া ২০২৪ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, “বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভেরিফাইড পেজ এবং ব্যক্তিগত আইডি  উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টিং এর কারণে এখনো সক্রিয় করা সম্ভব হয়নি। ফেসবুক পেজ বা আইডি চালু হলে জানিয়ে দেয়া হবে। বিভিন্ন ফেক পেজ ও আইডির বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে। ফেক আইডি বা পেজের পোস্টের আলোকে ভুল তথ্য না ছড়ানোর জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অনুরোধ করা হচ্ছে।”

উক্ত পোস্টে সাদ্দাম হোসেনের বর্তমানে ব্যবহৃত ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের লিংকও শেয়ার করা হয়।

Screenshot: Facebook 

পাশাপাশি, সংগঠনটির ফেসবুক পেজে ২০২৪ সালের ১৭ নভেম্বর প্রকাশিত একটি পোস্টে সাদ্দামের পূর্বের ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানানো হয়। উক্ত পেজ ও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কিছুদিন আগে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট চালু করেছিলেন। তবে সেটিও বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে।

Screenshot: Facebook 

উক্ত পোস্টগুলো থেকে এটা নিশ্চিত যে, আলোচিত ফেসবুক অ্যাকাউন্টটি সাদ্দাম হোসেনের নয় বরং এটি তার নামে পরিচালিত একটি ভুয়া অ্যাকাউন্ট। বর্তমানে ফেসবুকে সাদ্দাম হোসেনের কোনো অ্যাকাউন্ট কিংবা পেজ চালু নেই।

সুতরাং, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বিষয়ে পোস্ট করা ‘Hussain Saddam’ নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের পোস্টকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্রকৃত অ্যাকাউন্টের পোস্ট দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img