ব্রাজিল ফুটবলের টুইটার একাউন্ট থেকে রাবি’র ব্রাজিল সমর্থকদের নিয়ে কোনো রি-টুইট হয় নি

সম্প্রতি “ব্রাজিল ফুটবলের টুইটার একাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের টুইটারের একটি পোস্টে Re-tweet করেছে!” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্রাজিল ফুটবলের টুইটার একাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের টুইটারের পোস্ট রি-টুইট হয় নি বরং ব্রাজিল ফুটবলের একটি টুইটের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের ছবি যুক্ত করে ZAHID HASAN SOHAG নামক টুইটার একাউন্ট থেকে রি-টুইট করা হয়েছে।

অনুসন্ধানে, পাবলিকিয়ান নামের একটি ফেসবুক পেজে গত ২ ডিসেম্বর “ব্রাজিল ফুটবলের টুইটার একাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের টুইটারের একটি পোস্টে Re tweet করেছে” শীর্ষক শিরোনামের একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়,  ZAHID HASAN SOHAG নামক টুইটার একাউন্ট হতে ব্রাজিল ফুটবলের টুইটের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের কিছু ছবি যুক্ত করে রি-টুইট করা হয়। কিন্তু উক্ত রি-টুইটকে ভুলভাবে ব্রাজিল ফুটবলের টুইটার একাউন্ট থেকে রি-টুইট হয়েছে দাবি করা হয়।

উল্লেখ্য, টুইটারে রি-টুইট করার সময় উক্ত টুইটের সাথে আলাদাভাবে ছবি যুক্ত করা যায়।

পরবর্তীতে, ZAHID HASAN SOJAG টুইটার একাউন্টটি হতে উক্ত রি-টুইট সরিয়ে ফেলা হয়। এছাড়াও পাবলিকিয়ান ফেসবুক গ্রুপ থেকেও পোস্টটি সরিয়ে নেয়া হয়।

এছাড়াও, ব্রাজিল ফুটবল দলের টুইটার একাউন্ট পর্যবেক্ষণ করে উক্ত দাবির সত্যতা পাওয়া যায় নি। অন্যদিকে, দেশের মূলধারার কোনো গণমাধ্যমেও ব্রাজিল ফুটবলের টুইটার একাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের ছবি রি-টুইট করা নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হয় নি।

মূলত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের ছবি এবং ব্রাজিল ফুটবল দলের অফিশিয়াল টুইটার একাউন্টের একটি টুইটের স্ক্রিনশট সংযুক্ত ZAHID HASAN SOHAG নামের একটি একাউন্ট থেকে রি-টুইট করা হয়। উক্ত রি-টুইটের স্ক্রিনশট-কেই ব্রাজিল ফুটবলের টুইটার একাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের ছবি রি-টুইট করার করা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ব্রাজিল ফুটবল দলের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের টুইটারের ছবি রি-টুইট করার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • টুইটার একাউন্ট : CBF Futebol
  • টুইটার একাউন্ট : ZAHID HASAN SOHAG 
  • রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান

আরও পড়ুন

spot_img