বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

গোবিন্দপুরে নৌকা ডুবির ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর

সম্প্রতি, “গোবিন্দপুরে ভয়াবহ নৌকা ডুবি!!নিখোঁজ শিশু সহ ৫ জন,অতিরিক্ত যাত্রী নিতেই দুর্ঘটনা,সরাসরি ভিডিও ফুটেজ।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। প্রতিবেদনগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নৌকা ডুবির ভিডিওটি সাম্প্রতিক ভিডিও নয় বরং পুরনো ভিডিও।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, Md Golam Sarower নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৬ সালের ১৯ মে মাসে প্রকাশিত “Barisal..nouka dubi” শিরোনামে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত যাত্রী নিয়ে পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

পাশাপাশি, Open TV নামে আরেকটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর প্রাকশিত “লাইভ নৌকা ডুবির ভিডিও। Live boat accident” শিরোনামে ভিডিওটি পাওয়া যায়।

তবে ঐ নৌকা ডুবির কারণে নিখোঁজ কিংবা মারা গেছে এমন কোন তথ্য পাওয়া যায় নি।

মূলত, ইন্টারনেট থেকে নৌকা ডুবে যাওয়ার পুরোনো একটি ভিডিও সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে গোবিন্দপুরে নৌকা ডুবে শিশুসহ ৫জন নিখোঁজ হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছ।

অন্যদিকে গোবিন্দপুরে সাম্প্রতিক সময়ে নৌকা ডুবে ৫ জন নিখোঁজ হয়েছে এমন তথ্য দেশীয় কোনো মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয় নি।

ভিডিওটির প্রকৃত ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য ইন্টারনেটে খুঁজে না পাওয়া গেলেও এই বিষয়টি নিশ্চিত যে, ভিডিওটি সম্প্রতি গোবিন্দপুরে নৌকা ডুবির কোনো ঘটনার নয়।

সুতরাং, “গোবিন্দপুরে ভয়াবহ নৌকা ডুবি!!নিখোঁজ শিশু সহ ৫ জন,অতিরিক্ত যাত্রী নিতেই দুর্ঘটনা,সরাসরি ভিডিও ফুটেজ।” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Md Golam Sarower Youtube: Barisal…nouka dubi……
Open Tv Youtube: লাইভ নৌকা ডুবির ভিডিও। Live boat accident, – YouTube

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img