“তীব্র শ্বাসকষ্টের কারণে দেশনেত্রীকে আইসিইউতে নেয়া হয়েছে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
টিম রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দেয়ায় আজ বিকেলে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’তে (CCU) স্থানান্তর করা হয়েছে, আইসিইউ’তে (ICU) নয়।

বেগম খালেদা জিয়া গত ১১ই এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুরুতে বাসায় চিকিৎসা নিলেও গত ২৮শে এপ্রিল তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, আজ বিকেল পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালের কেবিনে ছিলেন এবং হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় বিকেল ৪ টায় তাকে সিসিইউ’তে (CCU) স্থানান্তর করা হয় জানিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবিএম জাহিদ হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আইসিইউ হচ্ছে ইনটেন্সিভ কেয়ার ইউনিট আর সিসিইউ হচ্ছে কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট।
অর্থাৎ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আইসিইউ’তে নেয়ার তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: তীব্র শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে আইসিইউ’তে (ICU) নেয়া হয়েছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]