ফেনীতে দলবেঁধে চাঁদাবাজির সময় বিএনপির নেতাকর্মী আটক দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ফেনীতে দলবেঁধে চাঁদাবাজির সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে চাঁদাবাজিরও কোনো সম্পর্ক নেই বরং, ২০২৩ সালে ফেনীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ২০২৩ সালের ১২ নভেম্বর ফেনীর স্থানীয় সংবাদমাধ্যম ‘ফেনীর সময়’ এর পেজে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২৩ সালে ফেনীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের দৃশ্য এটি।

Comparison: Rumor Scanner

আরো অনুসন্ধানে মূল ধারার সংবাদমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে একইদিনে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ থেকে জানা যায়, সেসময় সরকারের পদত্যাগের দাবিতে শহরের ট্রাংক রোডে ফেনী জেলা বিএনপির নেতৃত্বে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে বিএনপির ৬ নেতাকর্মী আহত এবং ৪ নেতা গ্রেফতার হন। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শহরের দাউদপুল এলাকায় জেলা বিএনপির নেতৃত্বে একটি মিছিল বের হয়। একপর্যায়ে মিছিলকারীরা ট্রাংক রোড অবরোধ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের ভিন্ন ঘটনার। 

সুতরাং, ফেনীতে দলবেঁধে চাঁদাবাজির সময় বিএনপির নেতাকর্মী আটকের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img