গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে মারধর করেন একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত একজন ব্যক্তির ছবি প্রচার করে দাবি করা হয়েছে, “উনার অপরাধ সুন্নি মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার চাওয়া,সিরাজগঞ্জ শহরের মাসুমপুর এলাকা,…”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার চাওয়ায় মারধরের শিকার হওয়ার ঘটনার নয় বরং, রইস উদ্দিন নিহত হওয়ার অন্তত এক মাস আগে থেকেই উক্ত ছবিটি ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘ওলামায়ে সিরাজগঞ্জ’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘শরিফ আহমেদ’ নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২১ মার্চে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে। ছবিটি সম্পর্কে বলা হয়, “মাছুমপুর হাজী বাড়ি মাদ্রাসার জনাব প্রিন্সিপাল সাহেব এর উপর অতর্কিত হামলা হয়েছে,হজরত এখন হসপিলাইজ্ট। যারা আশে পাশে আছেন তারা হুজুরের নিকট গিয়ে বিষয়টি দেখবেন।”

এছাড়াও, ‘আব্দুল্লাহ বিন বেলাল’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২১ মার্চে দুইটি ছবির সংযুক্তিসহ একটি পোস্ট পাওয়া যায় যার একটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য রয়েছে।
অর্থাৎ, প্রচারিত ছবিটি মাওলানা রইস উদ্দিন নিহত হওয়ার অন্তত এক মাস আগের।
সুতরাং, মাওলানা রইস উদ্দিন নিহত হওয়ার অন্তত এক মাস আগের একটি ছবি প্রচার করে ছবিটি মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার চাওয়ায় মারধরের শিকার হওয়া এক আহত ব্যক্তির ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Shorif Ahmed | ওলামায়ে সিরাজগঞ্জ – Facebook Post
- Abdullah Bin Belal – Facebook Post
- Prothom Alo – মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি