সম্প্রতি, এটিএম মেশিনের টাকা গোনার শব্দ ভুয়া দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রভারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, “টাকা গোনার যে শব্দ আমরা শুনি, সেটা মূলত স্পিকার থেকে আসা শব্দ। মানসিক প্রশান্তি দেয়া এবং কিছুক্ষণের মধ্যেই টাকা বের হবে বোঝাতেই মেশিনে এই শব্দ শোনানো হয়।”
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এটিএম মেশিনের টাকা গোনার শব্দ ভুয়া নয় বরং এটিএম মেশিনের ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ থেকেই এই শব্দ আসে।
এ বিষয়ে অনুসন্ধানে Aussie50 নামক ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ১৪ জুন তারিখে “Urban Myth? – Does an ATM Artificially make sounds to tell you its working?” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওতে এটিএম মেশিনের ভেতরের অংশগুলোর কার্যপ্রণালি ব্যাখ্যা করে দেখানো হয়। পাশাপাশি সরাসরি মেশিনটি চালু করে দেখানো হয় যে মেশিনের ভেতরের মোটর এবং যন্ত্রাংশ থেকে শব্দ আসছে। এছাড়া, ভেতরে কোনো সাউন্ড স্পিকার ছিল না।
অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ২০১০ সালে “এটিএম যে আওয়াজ করে তা কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং এটি শুধুমাত্র টাকা আসার বিষয়ে উত্তোলনকারীকে আশ্বস্ত করার জন্য” শীর্ষক একটি পোস্টের জবাবে kozlojak নামক অ্যাকাউন্ট থেকে নিজেকে একজন এটিএম টেকনিশিয়ান দাবি করে লিখেছেন, “আমি দুইটি প্রধান এটিএম ব্র্যান্ডে কাজ করেছি, এবং বলতে পারি যে এই শব্দগুলো আসল। টাকা গণনা ও বের করার জন্য ভেতরে অনেক চলমান যন্ত্রাংশ কাজ করে।”
একই পোস্টে fermilevel নামক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লিখেন, আমি ৪ বছরেরও বেশি সময় এটিএম/এবিএম মেশিনের পরিষেবা দিয়েছি। এখানে কোনও কৃত্রিম শব্দ নেই। মেশিনগুলি সত্যিই এত জোরে (ভল্টের দরজা খোলার চেয়ে প্রায় ১০ গুণ বেশি জোরে) শব্দ করে। ক্যাশ ক্যাসেট থেকে গ্রাহককে টাকা দেওয়ার জন্য বেল্টগুলি ঘুরে।
এছাড়া, বিশ্বস্ত কোনো সূত্রেও এটিএম মেশিনের টাকা গোনার সময় শোনা যাওয়া শব্দ কৃত্রিমভাবে তৈরি করা হয় বলে প্রমাণিত কোনো তথ্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, এটিএম মেশিনের টাকা গোনার শব্দ ভুয়া দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Aussie50 – Youtube Video
- Reddit – Post