দেশের এক হাজার ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার গুজব

সম্প্রতি, ‘১ হাজার জনকে ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা’ শীর্ষক শিরোনাম থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা

SOMOY 63 নামে একটি চ্যানেল থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে ২ হাজার নয়শত বারের অধিক।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্র এক হাজার বাংলাদেশিকে ভিসা নিষেধাজ্ঞা দেয়নি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে কোথাও ১ হাজার জনকে ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা দাবি সম্পর্কিত সংবাদ বা সূত্র উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যেরও উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি’র থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে। ০২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দুইটি ভিন্ন ভিন্ন সংবাদ উপস্থাপন করা হয়েছে।

সংবাদ যাচাই ০১

এখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডনাল্ড লু’কে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি। রোববার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বার্তা বলবেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন। বিএনপি মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না। এই ধরনের উদ্ভট চিন্তা করছে।

এই বিষয়ে যে সংবাদটির সূত্র উল্লেখ করা তা মানবজমিন এর ওয়েবসাইটে গত ১২ মে ‘ডনাল্ড লু’কে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে: কাদের’ শিরোনামে প্রকাশিত হয়েছিল। 

অর্থাৎ, এই সংবাদে আমেরিকা ১ হাজার জনকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এমন কোনো তথ্যের উল্লেখ নেই।

সংবাদ যাচাই ০২

এখানে বলা হয়, সরকার আবারো নতুন করে বিএনপিসহ বিরোধীদল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর অ্যকাউন্ট তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করে বলেন, দেশজুড়েই একদলীয় ভোটারবিহীন ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে। গত ২৮শে অক্টোবর জনগণের মহাসমাবেশ লন্ডভন্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধীদলের ওপর দমনাভিযান চালিয়েছে, একই কায়দায় শনিবার যুবদলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। 

এই বিষয়ে যে সংবাদটির সূত্র উল্লেখ করা হয় তা মানবজমিন এর ওয়েবসাইটে গত ১২ মে ‘বিএনপিকে নিশ্চিহ্ন করতে ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে সরকার: রিজভী’ শিরোনামে প্রকাশিত হয়েছিল। 

এই সংবাদেও আমেরিকা ১ হাজার জনকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এমন কোনো তথ্যের উল্লেখ নেই।

তথ্য যাচাই

এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির বিষয়ে কোনো মূলধারার গণমাধ্যমে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২০ মে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

মূলত,  SOMOY 63 নামে একটি চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর থাম্বনেইলে ‘১ হাজার জনকে ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা’ দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র এমন কোনো নিষেধাজ্ঞা দেয়নি। ০২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দুইটি ভিন্ন ভিন্ন যে সংবাদগুলো উপস্থাপন করা হয়েছে তার কোথাও ১ হাজার জনকে ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা দাবি সম্পর্কিত সংবাদ উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যেরও উল্লেখ পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও পরবর্তী ‍যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় সে বিষয়ে বিবৃতি দেন এবং নির্বাচনে অনিয়ম হলে জড়িত বা দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়। তবে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হয়নি উল্লেখ করলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে শেখ হাসিনা সরকারকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র।

সুতরাং, যুক্তরাষ্ট্র এক হাজার বাংলাদেশিকে ভিসা নিষেধাজ্ঞাকে দিয়েছে মর্মে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img