সম্প্রতি, ‘ইউনূস হটাও স্লোগানে উত্তাল চট্টগ্রাম’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো বিক্ষোভ মিছিল কিংবা তার পদত্যাগের দাবিতে কোনো কর্মসূচির নয় বরং, এটি গত ২৭ নভেম্বর চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় অনুষ্ঠিত ইসকন বিরোধী বিক্ষোভ মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে ড. মুহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান বা বক্তব্য শোনা যায়নি। ভিডিওটিতে ‘ইসকন জঙ্গি, ইসকন জঙ্গি’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।
আলোচিত দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র দিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Md Ayas নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৭ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, এটি চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ইসকন বিরোধী বিক্ষোভের ভিডিও।
এছাড়াও, Foysal Tune নামের অপর একটি ফেসবুক অ্যাকাউন্টেও আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে উল্লেখিত তথ্য থেকেও ভিডিওটি চট্টগ্রামে ইসকন বিরোধী বিক্ষোভের বলে দাবি করা হয়।
উপরিউক্ত পোস্ট গুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে মূলধারার অনলাইন গণমাধ্যম বিডিনিউজ ২৪ এর ওয়েবসাইটে গত ২৭ নভেম্বর ‘ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ইসকন নিষিদ্ধের দাবিতে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ইসকন বিরোধী বিক্ষোভের।
সুতরাং, চট্টগ্রামে ইসকন বিরোধী বিক্ষোভের ভিডিওকে ড. ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Md Ayas Facebook: Post
- Foysal Tune Facebook: Post
- bdnews24: ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম’
- Rumor Scanner’s Own Analysis